Advertisement

CV Anand Bose : 'পুলিশের একাংশের রাজনীতিকরণ হয়েছে', কসবা গুলিকাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

 CV Anand Bose CV Anand Bose
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 11:46 PM IST
  • কসবা গুলিকাণ্ডে পুলিশের ভূমিকাতে ক্ষুব্ধ রাজ্যপাল
  • পুলিশের একাংশের রাজনীতিকরণ হয়েছে, অভিযোগ রাজ্যপালের

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর মতে, রাজ্যে দুষ্কৃতীদের যেভাবে দাপাদাপি চলছে তাতে পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। পুলিশের একটা অংশের রাজনীতিকরণ হয়েছে বলেও দাবি রাজ্যপালের। 

কসবা গুলিকাণ্ডের সমালোচনা করেছেন তৃণমূল নেতাদের একাংশ। পুলিশকে সক্রিয় হওয়ার কথা বলেছেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সৌগত রায়ও পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তবে আরও এক ধাপ এড়িয়ে পুলিশের একাংশের দিকে আঙুল তুললেন রাজ্যপাল।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন,  'পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। সব পুলিশ খারাপ একথা আমি বলছি না। তবে পুলিশের একটা অংশের রাজনীতিকরণ হয়েছে। হিংসা ও দুর্নীতি হল সমাজের সবথেকে বড় শত্রু। সরকারের এই নিয়ে পদক্ষেপ করা উচিত। তবে বাস্তবে তা দেখা যাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যের। পুলিশের একটা অংশ দুর্নীতি করে। তাদের রাজনীতিকরণও হয়েছে। এটাই আমার পর্যবেক্ষণ। তবে কলকাতা পুলিশের সবাইকে একথা আমি বলছি না। কিন্তু রাজ্যপাল হিসেবে বলতে চাই, পুলিশের এই ভূমিকায় আমরা চিন্তিত।' 

রাজ্যে ক্রমবর্ধমান হিংসা নিয়ে রাজ্যপাল সাফ জানিয়ে দেন তিনি রাজ্য সরকারের ভূমিকাতে সন্তুষ্ট নন। গত দুবছর ধরে হিংসা কবলিত এলাকায় গিয়ে তিনি যা যা দেখেছেন তা জানান। রাজ্যপালের কথায়, 'গত দুই বছর ধরে আমি সেই সব এলাকায় গিয়েছি যেখানে হিংসা হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি অনেক ভুক্তভোগী মানুষ ও পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে সহিংসতা বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। একজন রাজ্যপাল হিসেবে তা আমি পর্যবেক্ষণ করি ও করে যাব।' 

বাংলার যে গরিমা ও ঐতিহ্য ছিল তা ক্রমাগত নষ্ট হচ্ছে বলেও দাবি করেন সিভি আনন্দ বোস। তিনি বলেন, একটা সময় ছিল বাংলার দিকে তাকিয়ে থাকত গোটা দেশ। তবে এখন সেই অবস্থা ক্রমশ বদলাচ্ছে। যা খুবই উদ্বেগ ও চিন্তার।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement