Advertisement

Jobs in KMC: কলকাতা পুরসভায় শতাধিক চাকরি, আবেদনের প্রক্রিয়া-যোগ্যতা বিস্তারিত

আচমকা কলকাতা পুরসভায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে পুরসভা এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট ও ডেপুটি অ্যানালিস্ট কর্মী। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 2:01 PM IST
  • আচমকা কলকাতা পুরসভায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
  • রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে পুরসভা এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

আচমকা কলকাতা পুরসভায় (KMC jobs) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে পুরসভা (jobs in kolkata) এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট ও ডেপুটি অ্যানালিস্ট কর্মী। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

KMC Recruitment: কোথায় আবেদন করা যাবে ?
www.mscwb.org -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোন পদে কত নিয়োগ ?
Sub-Assistant Engineer (সিভিল) ৬৭
Sub-Assistant Engineer (ইলেক্ট্রিক্যাল) ১০
Assistant Analyst ৫
Deputy Analyst (মাইক্রোবায়োলজি) ২
Sub-Assistant Engineer (মেকানিক্যাল) ১০

বেতন কাঠামো

আরও পড়ুন

এই পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা ROPA 2019 এর সংশোধিত বেতন ম্যাট্রিক্স অনুযায়ী বেতন পাবেন।
আবেদনের বয়সসীমা
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

আবেদনের ফি

U.R ও O.B.C প্রার্থীদের জন্য আবেদনের জন্য ১৫০ টাকা (প্লাস প্রসেসিং চার্জ) ৫০ টাকা মোট ২০০ টাকা। SC, S.T ও P.W.D প্রার্থীদের শুধু প্রসেসিং চার্জের ৫০ টাকা দিতে হবে। 

অনলাইনে আবেদন শুরুর তারিখ: 31-03-2023
অনলাইনে ফি জমা ও আবেদনের শেষ তারিখ: 30-04-2023

কীভাবে আবেদন করতে হবে

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। 

 

Read more!
Advertisement
Advertisement