Advertisement

Maa Flyover Closure: মা ফ্লাইওভার ভর্তি প্লাস্টিক বোতল-গুটখার পাউচ, ৬ ঘণ্টা বন্ধ রাখতে চেয়ে চিঠি

মা উড়ালপুল (MAA flyover) বন্ধ রাখার প্রস্তাব দিল কেএমডিএ (KMDA)। সাফাই ও রক্ষানাবেক্ষণের জন্য প্রতি শনি ও রবিবার রাত ১১টা থেকে ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। কলকাতা পুলিশকে চিঠি দিয়ে ওই অনুরোধ করা হয়েছে।এর আগে এজেসি বোস রোড ফ্লাইওভার এবং ইএম বাইপাসের মধ্যে ৭.৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণের সুবিধার্থে কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই প্রথম কেএমডিএ প্রতি সপ্তাহান্তে ৬ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লক চেয়েছে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Mar 2023,
  • अपडेटेड 3:12 PM IST
  • মা উড়ালপুল (MAA flyover) বন্ধ রাখার প্রস্তাব দিল কেএমডিএ (KMDA)।
  • সাফাই ও রক্ষানাবেক্ষণের জন্য প্রতি শনি ও রবিবার রাত ১১টা থেকে ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে।

মা উড়ালপুল (MAA flyover) বন্ধ রাখার প্রস্তাব দিল কেএমডিএ (KMDA)। সাফাই ও রক্ষানাবেক্ষণের জন্য প্রতি শনি ও রবিবার রাত ১১টা থেকে ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। কলকাতা পুলিশকে চিঠি দিয়ে ওই অনুরোধ করা হয়েছে।এর আগে এজেসি বোস রোড ফ্লাইওভার এবং ইএম বাইপাসের মধ্যে ৭.৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণের সুবিধার্থে কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই প্রথম কেএমডিএ প্রতি সপ্তাহান্তে ৬ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লক চেয়েছে।

নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা জানিয়েছেন। কেএমডিএর পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সপ্তাহে একবার রাস্তার উপরিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করতে হয়। যার তিনটি কারণ রয়েছে।

প্রথমত, প্রতিদিন যাত্রীরা ফ্লাইওভারে ময়লা ফেলেন। ফেলা হয় — প্লাস্টিকের প্যাকেট, গুটখার পাউচ এবং বোতল-সহ বিভিন্ন প্লাস্টিক। যা রোজ পরিস্কার না করা হলে ফ্লাইওভারের নালাগুলিতে তা জমে গিয়ে জল জমবে।

দ্বিতীয়ত, ঝাড়পোছ করার পর ফ্লাইওভারের ওপরের ইস্পাত কাঠামো এবং সম্প্রসারণ জয়েন্টগুলি পরীক্ষা করা হয়। যা আবর্জনার কারণে ঢাকা পড়ে যায়।
এবং তৃতীয়ত, নিয়মিত ঝাড় না দিলে রাস্তায় পড়ে থাকা আবর্জনায় গাড়ির টায়ার পাংচার হওয়ার সম্ভাবনা বাড়ে। যার ফলে বাড়তে পারে দুর্ঘটনা।

আরও পড়ুন-হাওড়া ব্রিজের 'ডেক স্ল্যাবে' ফাটল, বন্ধ রেখে হবে মেরামত

আর ফ্লাইওভার মেশিনে ঝাড় দেওয়া যায় না। কর্মীদেরই সাফাই করতে হয়। মা ফ্লাইওভারের পুরো দৈর্ঘ্য জুড়ে ৩০০টিরও বেশি জলের সংযোগ রয়েছে। যেগুলি সবসময় খোলা রাখার ব্যবস্থা করতে হয়। তাই গাড়ি চলাচল একেবারে বন্ধ করেই ওই কাজ করতে হবে। 

২০১৯ সালে এজেসি বোস রোড ফ্লাইওভারের সঙ্গে পরমা উড়ালপুল জুড়ে যাওয়ার পর থেকে পরমা ফ্লাইওভারে যানবাহনের পরিমাণ বহুগুণ বেড়েছে৷ ফ্লাইওভারটি এখন শহরের  ব্যস্ততম। রাত বাদে গড়ে প্রতি মিনিটে প্রায় ১৫০টি গাড়ি ফ্লাইওভার থেকে রেসকোর্স রোড এবং এজেসি বোস রোডের ক্রসিংয়ে পৌঁছয়। 

Advertisement

ফ্লাইওভারের উপর যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে, লালবাজারের পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূর্ব ও তিলজলার দুই ট্রাফিক গার্ডের মধ্যে ট্রাফিক পরিচালনার দায়িত্ব বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement