Advertisement

Kolkata Metro: মেট্রো 'খেল' দেখিয়েই চলেছে, হঠাত্‍ গিরিশ পার্ক-দক্ষিণেশ্বর রুটে সার্ভিস বন্ধ হল, কেন?

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বন্ধ হয়ে গেল ব্লু লাইনের মেট্রো পরিষেবা। সোমবার বেলায় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বেশ কিছুক্ষণ বন্ধ রইল পরিষেবা। কী জানাচ্ছে কর্তৃপক্ষ?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 1:16 PM IST
  • সোমবার কর্মব্যস্ত দিনে বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা
  • দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ মেট্রো
  • কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?

আবারও সপ্তাহের প্রথম দিন মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রইল সোমবার বেলায়। দীর্ঘ এলাকা পর্যন্ত দীর্ঘক্ষণ মেট্রো না চলায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, স্টেশনে ঘোষণা করা হয়েছে, 'অনিবার্য কারণ বশত গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো বন্ধ থাকছে।' উত্তর কলকাতার একাধিক স্টেশনে তখন গিজগিজ করছে যাত্রী। সে সময়ে এই ঘোষণা শুনে কার্যত মাথায় হাত তাদের। যদিও কিছুক্ষণের মধ্যে পরিষেবা চালু হয় এবং সেটিও ঘোষণা করা হয় মাইকে। 

মেট্রো রেলের তরফে জানানো হয়, নোয়াপাড়া এবং দমদমের মাঝাখানে লাইনে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। সে কারণে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। তবে কিছুক্ষণের মধ্যেই তা আবার চালু করা হয়। 

কখনও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, কখনও আবার ব্যস্ত সময়ে বিভ্রাট। কলকাতার লাইফলাইন মেট্রোর যাত্রা এখন যেন নিত্যযাত্রীদের কাছে দুর্বিসহ হয়ে উঠেছে। ৩ নয়া রুট চালু হতেই পুরনো ব্লু লাইনের পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। 

পুজোর আর বাকি মাত্র ক'টা দিন। এই অবস্থায় নিত্যদিনই কেনাকাটা করতে বেরোন অসংখ্য মানুষ। তার মধ্যে রয়েছে অফিস ফিরতি যাত্রীদের ভিড়। সব মিলিয়ে মেট্রোর ঝঞ্ঝাটে নাভিঃশ্বাস উঠে যাচ্ছে সকলের। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাগুলি সমাধানের চেষ্টা চলছে। তবে কখনও সঠিক সময়ে মেট্রো না আসা, কখনও শহিদ ক্ষুদিরামের বদলে টালিগঞ্জে মেট্রো রুট কাটছাঁট হয়ে যাওয়া কিংবা কখনও ডিসপ্লে বোর্ড অকেজো থাকার মতো সমস্যাগুলি যেন ক্রমশই বাড়ছে।  ‘ভালো পরিষেবার প্রচার’ আর ‘বাস্তব ভোগান্তি’র ফারাক নিয়ে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। 

 

Read more!
Advertisement
Advertisement