Advertisement

Kolkata Metro : কাল, সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কতক্ষণ অন্তর ট্রেন? জানুন

আগামিকাল সোমবার থেকে মেট্রোর সংখ্যা আরও বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে, জানানো হয়েছে ১৯ জুলাই থেকে ১৯২টি মেট্রোর বদলে ২০৮টি মেট্রো চলবে।

কলকাতা মেট্রো
জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 18 Jul 2021,
  • अपडेटेड 4:26 PM IST
  • আগামিকাল সোমবার থেকে মেট্রোর সংখ্যা আরও বাড়ছে
  • মেট্রো কর্তৃপক্ষের তরফে, জানানো হয়েছে ১৯ জুলাই থেকে ১৯২টি মেট্রোর বদলে ২০৮টি মেট্রো চলবে
  • অর্থৎ সোম থেকে শুক্র এই নিয়মে চলবে মেট্রো

আগামিকাল সোমবার থেকে মেট্রোর সংখ্যা আরও বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে, জানানো হয়েছে ১৯ জুলাই থেকে ১৯২টি মেট্রোর বদলে ২০৮টি মেট্রো চলবে। অর্থৎ সোম থেকে শুক্র এই নিয়মে চলবে মেট্রো। 

সপ্তাহের কাজের দিনগুলিতে সকাল ও সন্ধেবেলা যাত্রীদের চাপ থাকে। তাই এই দুই সময়ে অতিরিক্ত ১৬টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কখন কখন পাওয়া যাবে মেট্রো ? মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ও সন্ধেবেলার ব্যস্ত সময় এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন আসবে। 

আরও পড়ুন : 'আমার কাঁচকলা করবে', নাম না করে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
 
প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। ওই সময় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, এবং দমদম থেকে কবি সুভাষের জন্য ট্রেন ছাড়বে। দিনের শেষ ট্রেন ছাড়বে ৭টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। ৮ টার সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের জন্য ট্রেন ছাড়বে। 
সোম থেকে শুক্র  মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য চলবে। 

তবে শনিবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য চলবে মেট্রো। সেদিন মোট ১০৪টি মেট্রো চলবে।যাত্রীদের স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করতে হবে। টোকেন ব্যবস্থা এখন চালু হচ্ছে না।

প্রসঙ্গত, গত শুক্রবার ট্রেন চালাতে শুরু করছে মেট্রো কর্তৃপক্ষ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে কোভিডবিধি মেনে চলছে মেট্রো।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement