Kolkata Metro Rail, IPL 2023: শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল। কলকাতার ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ যে দিন যে দিন রয়েছে, ওই দিনগুলিতে মধ্যরাতেও বিশেষ মেট্রো চলবে স্টেডিয়াম ফেরত দর্শকদের জন্য। ফলে ইডেন গার্ডেন্সে চলা IPL ম্যাচ শেষ পর্যন্ত দেখেই বাড়ি ফিরতে পারবেন কলকাতার ক্রিকেট প্রেমীরা।
IPL ম্যাচের দিনগুলিতে কলকাতা মেট্রোর বিশেষ সময়সূচি:
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ যে দিনগুলিতে রয়েছে, ওই দিনগুলিতে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড থেকে কবিসুভাষ এবং দক্ষিনেশ্বরমুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা। ওই মেট্রোগুলি কবিসুভাষ এবং দক্ষিনেশ্বরে পৌঁছাবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ। আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গুজরাতের শামি-ঋদ্ধি বনাম দিল্লির অভিষেক; IPL-এ জোর লড়াই বঙ্গ ক্রিকেটারদের
কোন কোন দিন মধ্যরাতে বিশেষ মেট্রো চলবে?
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ শেষের পর দর্শকরা যাতে শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে নিরাপদে পৌঁছাতে পারেন তার জন্য আগামিকাল থেকে বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল। ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচের দিনগুলিতে অর্থাৎ ৬, ১৪ এবং ২৩ এপ্রিল, ৮ ও ২০ মে— এই পাঁচদিন এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫ মিনিটে কবিসুভাষ এবং দক্ষিনেশ্বরমুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা।