Advertisement

কলকাতা পুরসভায় এবার থাকছেন না কোনও বিরোধী দলনেতা

১৪৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে ১৩৪টি আসন। বাকি দলগুলির মধ্যে বিজেপির দখলে ৩, বাম ও কংগ্রেসের ২টি করে আসন। ফলে কলকাতা পুরসভায় এবার কোনও দলই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে।

ফাইল ছবি ফাইল ছবি
জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 22 Dec 2021,
  • अपडेटेड 7:46 PM IST
  • আসন সংখ্যার শর্ত পূরণ করতে পারেনি কোনও দলই
  • তাই বিরোধী দলের কোনও নেতা এবারের কলকাতা পুরসভায় না থাকার সম্ভাবনা বেশি
  • অর্থাৎ বিরোধী দলনেতা ছাড়া চলবে পুরসভা

আসন সংখ্যার শর্ত পূরণ করতে পারেনি কোনও দলই। তাই বিরোধী দলের কোনও নেতা এবারের কলকাতা পুরসভায় না থাকার সম্ভাবনা বেশি। অর্থাৎ বিরোধী দলনেতা ছাড়া চলবে পুরসভা। 

১৪৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে ১৩৪টি আসন। বাকি দলগুলির মধ্যে বিজেপির দখলে ৩, বাম ও কংগ্রেসের ২টি করে আসন। ফলে কলকাতা পুরসভায় এবার কোনও দলই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুন : র নয়, বালির ২ বধূর প্ল্যান ছিল মিস্ত্রি প্রেমিকদের সঙ্গেই ঘর করবেন
 
বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার নিয়ম 

আরও পড়ুন

পুর আইন অনুযায়ী, কলকাতা পুরসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করতে মোট আসনের ১০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ১৪টি আসন পেতে হয়। কিন্তু, সদ্য সমাপ্ত পুরভোটে কোনও বিরোধী দলই এককভাবে ওই সংখ্যক আসন পায়নি। এছাড়াও ৩ নিদল প্রার্থীও জিতেছেন ভোটে। সূত্রের খবর, তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। 

প্রসঙ্গত, ২০১৫ সালের কলকাতা পুরভোটে ১৫টি আসন পেয়েছিল বামেরা। তবে সেবারও তাদের বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, 'তৃণমূলের জমানায় রাজ্যে বিরোধী দলকে স্বীকৃতি দেওয়া হয় না। সেই কারণে গতবার আমাদের মর্যাদা দেওয়া হয়নি। এবছরও আমরা সেই সব নিয়ে চিন্তিত নই। রাজ্যে ভোটই তো স্বচ্ছভাবে হয়নি। তাহলে আবার শাসক-বিরোধীর প্রশ্ন কোথা থেকে আসছে?'  

 

Read more!
Advertisement
Advertisement