Advertisement

শুভেন্দুর রামনবমী-হুঁশিয়ারি, কলকাতার CP বললেন, 'তৈরি আছি'

এবার বড় আকারে রামনবমীর মিছিল করবে বিজেপি। পুলিশ প্রশানসকে এনিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন তিনি। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির একটা সম্ভাবনা থাকে।

শুভেন্দুর রামনবমী-হুঁশিয়ারি, কলকাতার CP বললেন, 'তৈরি আছি'শুভেন্দুর রামনবমী-হুঁশিয়ারি, কলকাতার CP বললেন, 'তৈরি আছি'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 12:19 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন তিনি

এবার বড় আকারে রামনবমীর মিছিল করবে বিজেপি। পুলিশ প্রশানসকে এনিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন তিনি। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির একটা সম্ভাবনা থাকে। যদিও, পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুলিশ তৈরি রয়েছে বলে জানালেন কমিশনার মনোজ ভার্মা।

রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের মিছিল আরও বড় হবে, কোনও দল, পুলিশ প্রশাসন দিয়ে তা আটকানো যাবে না বলে দাবি করেছেন শুভেন্দু। একথাও জানিয়ে দেন, ২০২৬-এর নির্বাচনে তৃণমূলকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে একসঙ্গে দেখা যাবে তাঁকে। মঙ্গলবার শুভেন্দু বলেন, 'উস্কানি আসে রাজ্যের শাসক দল, পুলিশ ও রাজ্যের প্রশাসনিক কর্ত্রী মুখ্যমন্ত্রীর দিক থেকে। ১০০ দিনের কাজের টাকার দাবিতে ২০২৩ সালে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেন। রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ অশান্তি করবে। বলেছিলেন হনুমানরা কাল রাস্তায় নামবে। আমাদের আপত্তি নেই হনুমানকে আমরা পুজো করি। কিন্তু তিনি হিন্দুদের ব্যঙ্গ করেছিলেন।'

শুভেন্দু আরও বলেন, 'মমতা বলেছিলেন, দেখে নেবেন রামনবমীর মিছিল যেন কোনও মুসলিম এলাকা দিয়ে না যায়। এবারও আমরা আশঙ্কা করছি। যেভাবে বাংলাদেশের মতো রাজাবাজার, বজবজে, বীরভূমে মন্দিরে, মূর্তিতে হামলা করেছে। একই ঘটনা রামনবমীতে ঘটাতে পারে। আমরা পুলিশের প্রোফর্মা পেয়েছি। এটি কেউ ফিল-আপ করবেন না। তাতে কমিটির নাম, পুজোর স্থান, সেক্রেটারির নাম, মিছিল হবে কি না, প্রসেসনের রুট, ওই রুটে অন্য ধর্মের প্রতিষ্ঠান আছে কি না, মুসলিম মহল্লার নাম আছে কি না। অন্য কোনও সম্প্রদায়কে নিয়ে ভাবছেন না মুখ্যমন্ত্রী, রাজীব কুমার ও মনোজ ভার্মা। জেনে রাখুন, হিন্দু পুজোতে গণ্ডগোল করার মতো লোক থাকে না।'

আরও পড়ুন

বুধবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে রামনবমীতে অশান্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন,'রামনবমী এখনও দেরি আছে, আমরা তৈরি আছি। বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতির ওপরে আমরা নজর রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement