Advertisement

West Bengal Weather Update: শ্রীনিকেতনেই ৬ ডিগ্রি, আপনার জেলায় আজ কত? IMD-র স্পেশাল বুলেটিন

পশ্চিমবঙ্গে পাওয়ার প্লে ইনিংস খেলছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে। যার ফলে কলকাতা থেকে জেলা, সর্বত্রই হাঁড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

শীতলতম দিনশীতলতম দিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 9:41 AM IST
  • পশ্চিমবঙ্গে পাওয়ার প্লে ইনিংস খেলছে শীত
  • সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে
  • যার ফলে কলকাতা থেকে জেলা, সর্বত্রই হাঁড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে

পশ্চিমবঙ্গে পাওয়ার প্লে ইনিংস খেলছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে। যার ফলে কলকাতা থেকে জেলা, সর্বত্রই হাঁড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

কলকাতায় তাপমাত্রা কত?

IMD-এর পক্ষ থেকে জানান হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আর এটা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। আর সেই কারণেই সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। রাস্তাঘাটে জ্যাকেট, মাফলার ও টুপি না পরে বেরনো যাচ্ছে না।

ও দিকে আজ সল্টলেকের তাপমাত্রাও বেশ কিছুটা নেমে গিয়েছে। এই জায়গার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০.৪ ডিগ্রিতে। দমদমের সর্বনিম্ন টেম্পারেচার ৯.৫ ডিগ্রি, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

জেলায় জেলায় কেমন রয়েছে তাপমাত্রা?

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমে গিয়েছে তাপমাত্রা।

আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮.৮ ডিগ্রি, বাঁকুড়ার ৭.৮ ডিগ্রি, ডায়মন্ডহারবার ৯.৪ ডিগ্রি, দিঘা ৯.৮ ডিগ্রি ও মালদা ৯.৭ ডিগ্রি। তবে দক্ষিণবঙ্গে সবথেকে কমে গিয়েছে শ্রীনিকেতনের তাপমাত্রা। সেখানে আজ তাপমাত্রা নেমে গিয়েছে ৬.২ ডিগ্রিতে। যেটা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম।

এ তো গেল দক্ষিণের জেলার খবর। উত্তর বাংলার অবস্থাও ঠিক একই। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি, দার্জিলিঙে ৩.২ ডিগ্রি ও জলপাইগুড়ি ৯ ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এটা সহজেই বলা যায় যে দার্জিলিঙে যেই সকল পর্যটকেরা এই সময় গিয়েছেন, তাঁরা চুটিয়ে শীত উপভোগ করছেন।

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে এই শীতল আবহাওয়া আপাতত চলবে। উত্তরবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ঠান্ডা বাড়তে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়া রাজ্যের দক্ষিণে বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঠান্ডা বৃদ্ধি পেতে পারে।

ঝঞ্ঝা কেটে গিয়েছে

আসলে বছরের শুরুতে দারুণ শীত পড়েছিল। তবে তারপরই তাল কাটে ঝঞ্ঝা। যদিও সেই ঝঞ্জা ইতিমধ্যেই কেটে গিয়েছে বলেই খবর। যার ফলে দ্রুত গতিতে নামতে শুরু করেছে তাপমাত্রা। আর সেই তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বিশেষত, মঙ্গলবারের পর আরও নামতে পারে পারদ। এক্ষেত্রে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisement

কুয়াশার দাপট রয়েছে

শীতর সঙ্গে এসেছে কুয়াশাও। চারিদিক কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। সকালের দিকে কমে যাচ্ছে দৃশ্যমানতা। সেই কারণে সকলকে সাবধান করছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হচ্ছে, সকালের দিকে বেরলে আরও একটু সতর্ক হতে হবে।

Read more!
Advertisement
Advertisement