Advertisement

'আমি রাজনীতির প্লে বয়', তথাগতকে পাল্টা নিশানা মদনের

তথাগত রায়কে পাল্টা আক্রমণ করলেন মদন মিত্র। তথাগত রায় এদিন ট্যুইট করে বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রীকে নিশানা করেন। তাঁর কিছুক্ষণের মধ্যেই পাল্টা তথাগত রায়কে কটাক্ষ করেন মদন মিত্র। এক বাংলা সংবাদমাধ্যমে তিনি এ বিষয়ে মুখ খোলেন।

মদন মিত্রমদন মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2021,
  • अपडेटेड 8:51 PM IST
  • 'আমি রাজনীতির প্লে বয়',
  • তথাগতকে পাল্টা নিশানা মদনের
  • তথাগতকে আক্রমণ মদনের

তথাগত রায়কে পাল্টা আক্রমণ করলেন মদন মিত্র। তথাগত রায় এদিন ট্যুইট করে বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রীকে নিশানা করেন। তাঁর কিছুক্ষণের মধ্যেই পাল্টা তথাগত রায়কে কটাক্ষ করেন মদন মিত্র। এক বাংলা সংবাদমাধ্যমে তিনি এ বিষয়ে মুখ খোলেন।

মদন মিত্র বলেন, আপনি ঠিক বলেছেন আমি প্লে বয়। কিন্তু তথাগতদা আপনি জানেন আমি রাজনীতির প্লে বয়। প্লে বয়তে ছিলেন না বলে আপনার কষ্ট হচ্ছে। আপনি যে অর্থে আমায় প্লে বয় বলেছেন, আমি তেমন মানুষ নই। তথাগত রায় পশ্চিমবঙ্গে নির্বাচিত হওয়ার কোনও যোগ্যতা রাখেননি। পরের বার নৌকাবিহারে তথাগতদাকে নিয়ে যাব। বাংলার মাটিতে দাঁড়িয়ে মেয়েদের নটী নতর্কী বলছেন। এতে বাংলার মেয়েদেরই অপমান করছেন।  এদিন তথাগত ট্যুইটে লেখেন, পায়েল শ্রাবন্তী তনুশ্রী (তথাগত রায় তনুশ্রীর জায়গায় পার্নো মিত্রের নাম লিখেছিলেন, কিন্তু তিনি সেই অনুষ্ঠানে ছিলেন না। অনুষ্ঠানে ছিলেন তনুশ্রী। পরে তথাগত রায় পোস্ট করে সেকথা জানিয়েছিলেন) ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি? তথাগত রায়ের এই ফেসবুক পোস্ট ঘিরে প্রবল বিতর্ক ছড়ায়।

বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে দোলের দিন মদন মিত্রের সঙ্গে দেখা যায় বিজেপির তিন তারকা প্রার্থীকে। পায়েল, শ্রাবন্তী এবং তনুশ্রীকে দেখা যায় মদন মিত্রের সঙ্গে। এরপরেই শুরু হয় বিতর্ক। কেন বিজেপির এই তারকা প্রার্থীরা গিয়েছিল তৃণমূল প্রার্থীর সঙ্গে, তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন সোশ্যার মিডিয়ায় অনেকে। যদিও পরে নিজের অবস্থান স্পষ্ট করেন এই ৩ অভিনেত্রীরা। তাঁরা জানান, একটি অনুষ্ঠানে তারা গিয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি যে মদন মিত্র সেখানে থাকবেন। 

আরও পড়ুন

Advertisement
Read more!
Advertisement
Advertisement