Advertisement

Mamata Banerjee: আগামী ১০ বছর তিনিই দল ও সরকারে শেষ কথা, স্পষ্ট বার্তা মমতার

সরকার ও দল পরিচালনার বিষয়ে শাসকদলের অন্দরেই দিনের পর দিন চাপানউতর বাড়ছে। দলের প্রথম শ্রেণির নেতারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই শেষ কথা, আবার কেউ কেউ আবার অভিষেককে ভবিষ্যতের হবু মুখ্যমন্ত্রীর হওয়ার দৌড়ে এখন থেকেই এগিয়ে রেখেছেন।

আগামী ১০ বছর তিনিই দল ও সরকারে শেষ কথা, স্পষ্ট বার্তা মমতারআগামী ১০ বছর তিনিই দল ও সরকারে শেষ কথা, স্পষ্ট বার্তা মমতার
বিশাল দাস
  • কলকাতা,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 10:01 AM IST
  • মমতা বন্দ্যোপাধ্য়ায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুব্রত বক্সীর দেওয়া তালিকা মানতেই হবে
  • কারণ সেই তালিকা খোদ তিনিই তৈরি করে দিয়েছেন

সরকার ও দল পরিচালনার বিষয়ে শাসকদলের অন্দরেই দিনের পর দিন চাপানউতর বাড়ছে। দলের প্রথম শ্রেণির নেতারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই শেষ কথা, আবার কেউ কেউ আবার অভিষেককে ভবিষ্যতের হবু মুখ্যমন্ত্রীর হওয়ার দৌড়ে এখন থেকেই এগিয়ে রেখেছেন। তাই তাঁকেই সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এতে করে দলের অন্দরে ঝামেলা জোরাল হচ্ছে। তবে গোটা বিষয়ে এবার রাশ টানলেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিলেন দল চালাবেন তিনিই। মানে দলে তাঁর কথাই শেষ কথা। আর তা নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি কাঁথি সমবায় ব্যাঙ্কে বোর্ড গঠন নিয়ে পূর্ব মেদিনীপুরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। বুধবার আলাদাভাবে তৃণমূলের দলের আভ্যন্তরীণ বৈঠক করতে হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। তাঁর দেওয়া তালিকা অমান্য করছেন প্রথম সারির নেতারা, যেমন অখিল গিরি, উত্তম বারিকরা।

তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুব্রত বক্সীর দেওয়া তালিকা মানতেই হবে। কারণ সেই তালিকা খোদ তিনিই তৈরি করে দিয়েছেন। এছাড়াও মমতা স্পষ্ট জানিয়ে দেন যে আগামী ১০ বছর তিনিই দল চালাবেন। মানে দল ও সরকার চালানোর বিষয়ে তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন

সংবাদদাতা: কৌশিক দাস

Read more!
Advertisement
Advertisement