Advertisement

Mamata Banerjee: 'হঠাৎ করে তাজমহল উঠিয়ে দেব না, ইতিহাস ইতিহাসই', মুঘল-বিতর্কে মমতা

বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুঘল ইতিহাস বিতর্কে তিনি বলেন, 'একশো দিন-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাচ্ছে না রাজ্য সরকার। এক কোটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য কর্মসূচি শুরুর ঘোষণা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।'      

Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়। Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Apr 2023,
  • अपडेटेड 6:57 PM IST
  • 'ভারতের ইতিহাসই সম্পদ'
  • মুঘল বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

ইতিহাস পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী কোনও প্রসঙ্গের উল্লেখ করেননি। তবে তাঁর ইঙ্গিত পাঠ্যবই থেকে একাধিক অধ্যায় বাদ দেওয়ার দিকেই।                

কোনও প্রসঙ্গ না তুলে মমতা এ দিন বলেন,'আমরা হঠাৎ করে তাজমহল উঠিয়ে দেব না। আমরা হঠাৎ করে ভিক্টোরিয়া উঠিয়ে দেব না। ইতিহাস ইতিহাসই। তা পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। ভারতের ইতিহাস ভারতের সম্পদ। ভারতের সর্বধর্ম বাংলার সম্পদ। রামকৃষ্ণ, বিবেকানন্দ,রবীন্দ্রনাথ ও নজরুল না থাকলে হত না।' 

বলে রাখি, অতিসম্প্রতি সিলেবাস থেকে একাধিক কাটছাঁট নিয়ে উঠেছে প্রশ্ন। মুঘল ইতিহাস বাদ দেওয়া হচ্ছে  বলে দাবি। এনসিইআরটির পাঠ্যবই থেকে মোগল ইতিহাস এবং গান্ধীহত্যার প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মহাত্মা গান্ধীর চেষ্টাকে হিন্দুত্ববাদীরা ভালোবাসে নেয়নি, সেই অধ্যায়টি বাদ গিয়েছে। এবার এনসিইআরটি-র রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই থেকে বাদ গিয়েছে মৌলানা আবুল কালাম আজাদের নাম! ওই বইয়ের প্রথম অধ্যায়ে 'সংবিধান— কেন এবং কী ভাবে' পাঠে রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে থাকতেন আজাদ।   

আরও পড়ুন

একশো দিন-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাচ্ছে না রাজ্য সরকার। এক কোটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য কর্মসূচি শুরুর ঘোষণা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন মমতা আশঙ্কা করেছেন, ২০২৪ সালের আগে টাকা মিলবে না। মুখ্যমন্ত্রীর কথায়,'আমাদের অনেক টাকা আটকে রাখা হয়েছে। শুনেছি ২০২২৪ সাল পর্যন্ত দেবে না। না দিক। দরকারে ভিক্ষা করব শাড়ির আঁচল নিয়ে মায়ের কাছে। কিন্তু দিল্লির কাছে ভিক্ষা চাইতে যাব না। যেমন করে হোক চালিয়ে নেব। আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায়।' 

মুখ্যমন্ত্রী আরও বলেন,'আমার নিজের বলতে কিছু নেই। আমার নিজস্বতা একটাই মানুষ যেন আমায় ভুল না বোঝে!'

Read more!
Advertisement
Advertisement