Advertisement

'ত্রিপুরায় গণতন্ত্র নেই, দেশজুড়ে প্রচার হবে', হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ত্রিপুরায় BJP শাসিত রাজ্য। হিংসা হচ্ছে। গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। সায়নীর মতো শিল্পীকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অত্যাচারের পর অত্যাচার চলছে সেখানে। অনেকে আক্রান্ত হয়েছেন। সেই রাজ্যের সরকার তাদের চিকিৎসার ব্যবস্থাও করছে না। জানি না এখন মানবাধিকার কমিশন কোথায় গেল?'

ছবি সৌজন্য : মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2021,
  • अपडेटेड 4:21 PM IST
  • ত্রিপুয়ার গ্রেফতার হয়েছেন সায়নী ঘোষ
  • সেই ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে অভিযোগ মমতার


ত্রিপুয়ার গ্রেফতার হয়েছেন সায়নী ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে সেই ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন TMC নেত্রী। তখনই জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ত্রিপুরার পরিস্থিতির কথা জানাবেন। শুধু প্রধানমন্ত্রীকেই নয়। .গোটা দেশজুড়ে ত্রিপুরা নিয়ে তাঁরা প্রচার চালাবেন বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন : বিছানায় কঙ্কাল, গড়ফায় বাবার মৃতদেহ ৩ মাস আগলে ছেলে!

এদিন তিনি বলেন, 'ত্রিপুরায় BJP শাসিত রাজ্য। হিংসা হচ্ছে। গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। সায়নীর মতো শিল্পীকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অত্যাচারের পর অত্যাচার চলছে সেখানে। অনেকে আক্রান্ত হয়েছেন। সেই রাজ্যের সরকার তাদের চিকিৎসার ব্যবস্থাও করছে না। জানি না এখন মানবাধিকার কমিশন কোথায় গেল?' 

কেন দিল্লি যাচ্ছেন? তা নিয়ে মমতা বলেন, 'আমি দিল্লি যাচ্ছি। আমাদের সাংসদরা গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চাইছেন। ত্রিপুয়ার অগ্নিগর্ভ অবস্থা। গুন্ডারা পুলিশের সামনেই ঘুরছে। ভোটের নামে প্রহসন চলছে। আমি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। অমিত শাহর সঙ্গে আলোচনার জন্য আমাদের সাংসদরা সময় চেয়েছিলেন। তা দেননি। আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আছে পরশুদিন। সেখানে এই কথাগুলো বলব। ' 

আরও পড়ুন : কলকাতা মেট্রোয় বৃহস্পতিবার থেকে ফের চালু টোকেন

BSF ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে আক্রামণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, BSF-কে ব্যবহার করছে BJP। আমরা তা মেনে নেব না। গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। BSF-কে নিজের কাজ করতে না দিয়ে পার্টির কাজে লাগাচ্ছে। আমি দিল্লি যাচ্ছি।' 

ত্রিপুরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করা হচ্ছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীও নির্দেশ অমান্য করছেন। এটা মেনে নেওয়া যায় না। থানায় বসেও হামলা করা হচ্ছে। বঁটি দিয়ে হামলা হয়েছে। আমাদের এখানেও অনেক নেতা এসেছে। আমরা কউকে বাধা দিইনি।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement