Advertisement

Mamata-Modi: জি-২০ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা কথা? যা বললেন মমতা

দিল্লি সফরে গেলে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও আলাদা করে বৈঠক করবেন? মমতার জবাব,'আমার মনে হয়, এবার এটা হবে না।জি-২০ বৈঠকই হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Dec 2022,
  • अपडेटेड 1:04 PM IST
  • জি-২০ প্রস্তুতি বৈঠকে থাকতে দিল্লি রওনা দিলেন মমতা।
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা নেই।

জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের দিল্লি সফরের মাঝে রাজস্থানের আজমেঢ় ও পুষ্করে যাবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাদা করে বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী বলেন,'জি-২০ নিয়ে বিকেল ৫টায় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আমাদের এখানেও ৩-৪টে কর্মসূচি রয়েছে। সেজন্য দিল্লি যাচ্ছি। আর বৈঠক হতে হতে রাত হয়ে যাবে। কাল সকালে আজমেঢ় শরীফ যাব। তার পর পুষ্কর। পরেরদিন সাংসদদের বৈঠক আছে। ওটা করে কলকাতায় ফিরে আসব।'

দিল্লি সফরে গেলে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও আলাদা করে বৈঠক করবেন? মমতার জবাব,'আমার মনে হয়, এবার এটা হবে না।জি-২০ বৈঠকই হবে।'

বলে রাখি, ২০২৩ সালের সেপ্টেম্বরে জি২০-র আয়োজন করতে চলেছে ভারত। ওই সম্মেলনের নিতেই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নিতেই দিল্লির উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বৈঠকে তিনি থাকবেন। 

অতিসম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে শেষ হয়েছে জি ২০ শীর্ষ বৈঠক। ১ ডিসেম্বর থেকে জি ২০ দেশসমূহের মিলিত গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব পড়েছে ভারতের উপর। এক বছর এই দায়িত্বভার থাকবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এ দেশে অনুষ্ঠিত হবে জি২০ বৈঠক। তারই প্রস্তুতিতে রাজনৈতিক দলের প্রধানদের ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। বাংলাতেও কয়েকটি বৈঠক হওয়ার কথা। 

বৈঠকের পর আগামিকাল সকালে আজমেঢ় শরীফ ও পুষ্কর যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'আজমেঢ় দরগার কয়েকজন প্রতিনিধি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই দুই ধর্মস্থানে রেল পরিষেবা শুরু করেছিলাম।'  

আরও পড়ুন- দ্বিতীয় দফার পরীক্ষা গুজরাতে, ভোট দিলেন মোদী-শাহ

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement