Advertisement

'যা আম দিয়েছেন, দু'হাতে বিলিয়েছি,' হাসিনাকে চিঠি মমতার

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আবেদপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাল্টা সৌজন্যের চিঠি পাঠালেন শেষ হাসিনাকে। সেখানে মমতা জানান, 'আপনি এতো আম পাঠিয়েছেন যে দুহাত ভরে বিলিয়েছি।'

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনা। ফাইল ছবিমমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনা। ফাইল ছবি
সূর্যাগ্নি রায়
  • কলকাতা ,
  • 09 Jul 2021,
  • अपडेटेड 7:53 PM IST
  • 'যা আম দিয়েছেন, দু'হাতে বিলিয়েছি,'
  • হাসিনাকে চিঠি মমতার
  • ভারতের রাজনীতিবিদদের আম পাঠিয়েছিলেন হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আবেদপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাল্টা সৌজন্যের চিঠি পাঠালেন শেষ হাসিনাকে। সেখানে মমতা জানান, 'আপনি এতো আম পাঠিয়েছেন যে দুহাত ভরে বিলিয়েছি।'

মমতা বলেন, 'আপনার পাঠানো আম আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশে রংপুর জেলার হাড়িভাঙা আমের নাম আগে শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এতো আম পাঠিয়েছেন যে আমি দু হাত ভরে বিলিয়েছি। এই আমের মধ্যে যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সন্মান জানাই।' প্রসঙ্গত প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে দেন। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ নেতাদের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে হাসিনা ২৬০০ কেজি আম পাঠান। ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহারের আম ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরে ভারতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে হস্তান্তরও করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরেক বাঙালি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও আম পাঠিয়েছিল হাসিনা সরকার। উপহার হিসেবে আম পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিপ্লব দেব।  কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার  সন্ধ্যার পর টেলিফোন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। উপহারের প্রসঙ্গে  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও আন্তরিক সম্পর্ক। বাংলাদেশের জন্মলগ্নে ভারত বড় ভূমিকা পালন করেছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য মুক্তিযুদ্ধের সময় মানুষকে কীভাবে সহায়তা করেছে একথা বাংলাদেশবাসী জানেন এবং সম্মানের সঙ্গে স্মরণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  বিপ্লব কুমার দেব মাতৃতুল্য বলেও জানান।

আরও পড়ুন

শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন ভারতীয় রাষ্ট্র নেতাদের। হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। চিঠি সেই আমের সুখ্যাতি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement