Advertisement

Manoranjan Byapari- DA Protest: 'ঘেউ ঘেউ ঘেউ', ডিএ আন্দোলনকারীদের কুকুর বললেন মনোরঞ্জন! ফুঁসছেন সরকারি কর্মীরা

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে 'ঘেউ ঘেউ'। নেপথ্যে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাাপারীর মন্তব্য। বুধবার মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টে লেখেন, 'পাতে পোলাও আছে, তাও ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে একদল।'

ফাইল ছবি
সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 22 Mar 2023,
  • अपडेटेड 5:28 PM IST
  • ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে 'ঘেউ ঘেউ'
  • মনোরঞ্জন ব্যাপারীর পোস্ট ঘিরে তোলপাড়
  • ক্ষোভ প্রকাশ সরকারি কর্মীদের

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে 'ঘেউ ঘেউ'। নেপথ্যে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাাপারীর মন্তব্য। বুধবার মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টে লেখেন, 'পাতে পোলাও আছে, তাও ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে একদল।' সরকারি কর্মী তথা ডিএ আন্দোলনকারীদের এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। তাঁদের দাবি, আন্দোলনকারীদের লক্ষ্য করেই এই মন্তব্য করেছেন মনোরঞ্জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডিএ-র জন্য সরকারি কর্মীদের ঘেউ ঘেউ করতে বারণ করেছিলেন। আর এখন এই বিধায়ক করলেন।' 

কী পোস্ট করেন মনোরঞ্জন ? 

মনোরঞ্জন ব্যাপারী লেখেন, 'একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘী কম আছে। আরো ঘী ঢালতে হবে। 
আর একদল যারা খালি পেটে গামছা বেধে রাতে ঘুমাতে যায়। 
আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন‍্য লড়েছি আর লড়বো। 
ঘী বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।' 

এই সেই পোস্ট

ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকারের একাধিক নেতা-মন্ত্রী আন্দোলন নিয়ে কটূ কথা কথা বলেছেন। সেই তালিকায় নাম লেখালেন মনোরঞ্জন। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা নির্ঝর কুণ্ডু বাংলা.আজতক.ইন-কে জানান, 'একজন বিধায়কের কাছে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। রাজ্য সরকার এভাবে বারবার আক্রমণ করছে আমাদের। তবে এসব বলে আন্দোলনকে দমানো যাবে না। আর মনোরঞ্জন ব্যাপারী কী বললেন তার উপর আন্দোলনের ভাগ্যও নির্ভর করছে না। মুখ্যমন্ত্রীও একসময় সরকারি কর্মীদের কুকুর বলেছিলেন। এখন তাঁর দলের বিধায়ক বলছেন। এ আর নতুন কী? এতে সরকারের সংস্কৃতি বোঝা যাচ্ছে।' 

যদিও মনোরঞ্জন ব্যাপারী বাংলা.আজতক.ইন-কে জানান, 'আমি কাউকে নির্দিষ্ট করে ঘেউ ঘেউ লিখিনি। আমি আসলে সমাজের সার্বিক চিত্রটি তুলে ধরার জন্য অমন লিখেছি। আর এই পোস্টের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আমি পোস্ট করেছি একজন লেখক হিসেবে। যদি কারও গায়ে লাগে আমার এই মন্তব্য, সেক্ষেত্রে আমার কিছু করার নেই ।' 

Advertisement

প্রসঙ্গত, এর আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে ঘেউ ঘেউ শব্দদুটো ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়েও বিতর্ক কম হয়নি। এরই মধ্যে মনোরঞ্জনের এই পোস্ট ফের বিতর্ক তৈরি করেছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement