Advertisement

Narada Case : ৩ TMC মন্ত্রী-নেতাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলা!

সোমবার কলকাতায় সিবিআইয়ের অফিস বাইরে তুমুল উত্তেজনা তৈরি হয়। সেখানে ইঁটপাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। ছোঁড়া হয়েছে জলের বোতলও।

৩ মন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ৩ মন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2021,
  • अपडेटेड 5:33 PM IST
  • রজ্যের দুই মন্ত্রী, একজন সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর উত্তাল বাংলা
  • তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এলাকায় এলাকায় বিক্ষোভ দেখালেন
  • অভিযোগ উঠেছে, কখন কখনও সেই বিক্ষোভ হিংস্র আকার নিয়েছে

রজ্যের দুই মন্ত্রী সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর উত্তাল বাংলা। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এলাকায় এলাকায় বিক্ষোভ দেখালেন। অভিযোগ উঠেছে, কখন কখনও  সেই বিক্ষোভ হিংস্র আকার নিয়েছে।

সোমবার কলকাতায় সিবিআইয়ের অফিস বাইরে তুমুল উত্তেজনা তৈরি হয়। সেখানে ইঁটপাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। ছোঁড়া হয়েছে জলের বোতলও। এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। রাজভবনের সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। তবে রাজনৈতিক কারণ যা-ই হোক, এই ঘটনা নিয়ে অন্য কারণে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য আংশিক লকডাউন চালু করেছে রাজ্য সরকার। রবিবার থেকে সেই বিধিনিষেধ আরও কড়া করে রাজ্য। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা।

এর আগে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। অনেকের প্রশ্ন, এর মাঝে এই বিক্ষোভ কর্মসূচি করোনা সংক্রমণ বাড়িয়ে দেবে না তো?

এই জমায়েত করোনা সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর প্রতিবাদ আন্দোলন অহিংস কেন হবে না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। অনেক জায়গায় আগুন লাগিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। এর জেরে উত্তেজনা তৈরি হয়।

অনেক জায়গায় যানজট তৈরি হয়েছিল। আটকে পড়ে গাড়ি। অভিযোগ, চিকিৎসার জন্য যাচ্ছিলেন, এমন মানুষজনও অসুবিধায় পড়েন।

নিউটাউনে প্রতিবাদ
কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ করল তৃণমূল। এদিন নিউটাউনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের কুশপুতুল পোড়ানো হয়। যুব তৃণমূল কর্মীরা নিউটাউনের ঘুনি রোড়ে প্রতিবাদ করে। সেখানে টায়ার পোড়ানো হয়েছে।

আসানসোলে

ফিরহাদ হাকিমদের গ্রেফতারের প্রতিবাদে আসানসোলের রাজপথে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পরিবহন শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসের পথে নামে।

ঝান্ডা নিয়ে রীতিমতো আন্দোলন করল শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকরা। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য বিজেপির এই ঘৃণ্য কাজ করচে। তবে তৃণমূল এটা মেনে নেবে না।

Advertisement

এদিকে, নারদা মামলায় রাজ্যের ৩ মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই। সুব্রত মুখোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম এবং মদন মিত্রকে সোমবার কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি প্রাক্তন মন্ত্রী, বিজেপি নেতা শোভন চট্টোপাধ্য়ায়কেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে নিজাল প্য়ালেসে।

 

Read more!
Advertisement
Advertisement