Advertisement

হাইকোর্টে ভার্চুয়াল শুনানিতে চিদম্বরম, বুধবারের বিক্ষোভের জের?

মেট্রো ডেয়ারি মামলায় (Metro Dairy Case) কেভেন্টার্স নামে একটি সংস্থার হয়ে বুধবার হাইকোর্টে মামলা লড়তে আসেন পি চিদম্বরম। কিন্তু সেখানে কংগ্রেস সমর্থক আইনজীবীদেরই বিক্ষোভের মুখেই পড়তে হয় তাঁকে। যেহেতু মামলাটি করেছেন প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরী, তাই বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, এই মামলা লড়ে প্রকারন্তরে রাজ্য সরকারের হয়েই সওয়াল করছেন তিনি। 

পি চিদাম্বরম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2022,
  • अपडेटेड 4:26 PM IST
  • ভার্চুয়াল শুনানিতে সামিল চিদম্বরম
  • বিক্ষোভ জারি কংগ্রেস সমর্থক আইনজীবীদের
  • দল থেকে বহিস্কারের দাবি

বুধবার পড়েছিলেন বিক্ষোভের মুখে। বৃহস্পতিবার আর সশরীরে আদালতে দেখা গেল না তাঁকে। বরং এদিন ভার্চুয়াল শুনানিতেই অংশ নিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী পি চিদম্বরম (P Chidambaram)। যদিও বৃহস্পতিবারও কলকাতা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থক আইনজীবীরা। 

মেট্রো ডেয়ারি মামলায় (Metro Dairy Case) কেভেন্টার্স নামে একটি সংস্থার হয়ে বুধবার হাইকোর্টে মামলা লড়তে আসেন পি চিদম্বরম। কিন্তু সেখানে কংগ্রেস সমর্থক আইনজীবীদেরই বিক্ষোভের মুখেই পড়তে হয় তাঁকে। যেহেতু মামলাটি করেছেন প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরী, তাই বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, এই মামলা লড়ে প্রকারন্তরে রাজ্য সরকারের হয়েই সওয়াল করছেন তিনি। 

প্রসঙ্গত অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) অভিযোগ ছিল, মেট্রো ডেয়ারিকে জলের দরে কেভেন্টার্সের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আর সেই বিক্রিকে ঘিরে কোটি কোটি টাকা নয় ছয়ও হয়েছে। এরই বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই মামলাতেই কেভেন্টার্সের হয়ে সওয়াল করতে এসে বিক্ষোভের মুখে পড়েন চিদম্বরম। 

এরপর আজ দেখা যায়, শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। হাইকোর্টের নিয়ম অনুযায়ী, কয়েকটি বিশেষ ক্ষেত্রে বা ৬৫ বছরের ঊর্ধ্বের আইনজীবীরা ভার্চুয়াল শুনানির জন্য লিঙ্কের আবেদন করতে পারেন। এক্ষেত্রে সেই সুবিধাই নিয়েছেন চিদম্বরম। তবে তিনি না আসলেও বিক্ষোভকারীদের বিক্ষোভ বজায় থেকেইে হাইকোর্ট চত্বরে। এক্ষেত্রে চিদাম্বরমকে দল থেকে বহিস্কারের দাবিও তুলেছেন তাঁরা।  

আরও পড়ুনগ্রীষ্মে বাড়ির ছাদে-বারান্দায় বাগানের কীভাবে পরিচর্যা?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement