Advertisement

Modi-Mamata Meet in Kolkata : ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, 'আমিও থাকব', জানালেন মুখ্যমন্ত্রী

চলতি বছরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের সময় কথা প্রসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2022,
  • अपडेटेड 4:26 PM IST
  • চলতি বছরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি বছরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের সময় কথা প্রসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। নিজেই জানালেন সেই কথা।  

এদিন গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মেলা এবার জানুয়ারি মাসে হবে।  ৮ থেকে ১৭ জানুয়ারি চলবে গঙ্গাসাগর মেলা। এই মেলা নিয়ে এদিন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেনাবাহিনী, নৌসেনা আধিকারিকদের সঙ্গে পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি। 

আরও পড়ুন

গঙ্গাসাগর মেলা নিয়ে পোর্ট ট্রাস্টের প্রস্তুতি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, '৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন। আপনারা কি গার্ডেনরিচে জাহাজে অনুষ্ঠান করবেন?' তার উত্তরে সেখানে উপস্থিত এক আধিকারিক বলেন, নেতাজি সুভাষ নাভাল বেসে এই অনুষ্ঠান হতে পারে।' তখনই মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আসলে আমাকেও জানানো হয়েছে সেই অনুষ্ঠান নিয়ে। আমি জানি বিষয়টা। সেজন্য জিজ্ঞেস করছি। সেদিন আমিও থাকব ওই অনুষ্ঠানে। আপনারা এটা নিশ্চিত করে নিতে পারেন।' 

প্রসঙ্গত, কলকাতায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই মোদী-মমতা মুখোমুখি হতে পরেন। পরিষদের সদস্য হিসেবেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেদিনের বৈঠক নিয়ে মমতা-শাহকে আক্রমণও করে বাম-কংগ্রেস। তারা অভিযোগ করে, পঞ্চায়েত ভোটের আগে দুজনে বৈঠক করে সেটিং করে নিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি ও তৃণমূল। তাদের তরফে সাফ জানানো হয়, সেই বৈঠকের মধ্যে কোনও রাজনীতি ছিল না। 

Read more!
Advertisement
Advertisement