Advertisement

AC-র ঠান্ডায় এবার আধ ঘণ্টায় হাওড়া থেকে সল্টলেক, কলকাতায় কোন ৩ রুটে মেট্রো উদ্বোধনে মোদী?

শহরে চালু হতে চলেছে আরও ৩ নয়া মেট্রো রুট। এবার মেট্রো চলবে হাওড়া ও শিয়ালদার মাঝে। হাওড়া থেকে অল্প সময়েই সোজা পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ। আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে। কোন কোন নয়া রুটে পরিষেবা চালু হতে চলেছে?

কবে থেকে কোন ৩ রুটে মেট্রো চালু? কবে থেকে কোন ৩ রুটে মেট্রো চালু?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 5:16 PM IST
  • চালু হতে চলেছে আরও ৩ নয়া মেট্রো রুট
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ২২ অগাস্ট উদ্বোধন
  • কবে থেকে কোন কোন নয়া রুটে যাত্রা শুরু হবে মেট্রোর?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কলকাতায় চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত আরও ৩টি মেট্রো রুট। আগামী ২২ অগাস্ট ৩ নয়া রুটের মেট্রো প্রকল্প উদ্বোধন করতে শহরে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন কোন রুটের ফিতে কাটবেন মোদী?

২২ অগাস্ট দমদমে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। ওই দিন মেট্রোর গ্রিন লাইনে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দ স্টেশন এবং অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মেট্রো সংযোগের উদ্বোধন হতে চলেছে। 

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর (ভায়া রাজারহাট) মেট্রো করিডরের মধ্যে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। অনুমোদন পাওযার পরও চালু হচ্ছিল না এই রুটের পরিষেবা। এবার সেই অংশ চালু হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। 

মেট্রো সূত্রে খবর, এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে ২.৫ কিমি অংশ এপ্রিলের শেষেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশনারের অনুমোদনও মিলে গিয়েছে। ফলে এই রুটে মেট্রো চালু হলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৬ কিমি রাস্তায় টানা যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। একমুখী যাত্রায় সময় লাগবে প্রায় ৩৫ মিনিট আর হাওড়া-শিয়ালদার মধ্যে মেট্রো যেতে সময় লাগবে মাত্র ১২ মিনিট। ব্যস্তক সময়ে প্রতি ৮ মিনিট অন্তর এবং অন্য সময়ে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো চলবে এই রুটে। 

নোয়াপাড়া থেকে বিমানবন্দরের ইয়ালো লাইনে এখনও নিরাপত্তা কমিশনারের ছাড়পত্র মেলেনি। সূত্রের খবর, আগামী সপ্তাহের শুরুতেই তা মিলবে। তেমনটা না হলে বাকি দুই লাইনের পরিষেবা শুরু হবে প্রধানমন্ত্রীর হাতে। 

২২ তারিখ উদ্বোধন হওয়ার পর থেকে ২৫ অগাস্ট থেকেই যাত্রী পরিষেবা শুরু হবে এই রুটগুলিতে। 

Read more!
Advertisement
Advertisement