প্রাথমিক নিয়োগ নিয়ে ফের সরব কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর হুঁশিয়ারি সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করে দেব।
২০১৬-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন শতাধিক অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, নম্বর বিভাজনের প্রকাশিত তালিকায় অনেক অপ্রশিক্ষিত তালিকা সুপারিশে চাকরি পেয়েছেন। সেই মামলারই শুনানি ছিল এদিন। মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের নির্দেশ দেন, আরও বেশি নথি পেশ করতে হবে আদালতকে। মামলার পরবর্তী শুনানির দিন ১৬ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০১৬-র প্যানেল অনুযায়ী, সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল। শুনানিতে এদিন মাননীয় বিচারপতি বলেন, তিনি বলেন, 'প্রয়োজনে সেই পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হবে।‘ঢাকি সব বিসর্জন কীভাবে দিতে হয়, আমিও জানি।’
উল্লেখ্য ২০১৬ সালে প্রাথমিক নিয়োগের দ্বিতীয় প্যানেল প্রকাশিত হয় ২০১৭ সালে। অভিযোগ সেই প্যানেলে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক এমন আছেন যাঁরা পরীক্ষা না দিয়ে এমনকী পাশ না করেও চাকরি পেয়েছেন। তা নিয়েই এদিন পর্ষদকে প্রশ্ন করেন মাননীয় বিচারপতি। যদিও তার কোনও উত্তর দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক টেট-সহ গ্রুপসি, গ্রুপডি-র চাকরি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে বারবার অভিযোগ আসছে। আদালতে মামলাও চলছে। সেই মামলাগুলির অগ্রগতি নিয়ে একাধিকবার ক্ষোভও প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। তারই মধ্যে সামনে এল এই মামলা।