ফের গণধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতায়। এবার রাজারহাটের বিলাসবহুল রিসর্টে জন্মদিনের পার্টিতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছিল বলে দাবি করেছেন নির্যাতিতা। ৯ নভেম্বর রাজারহাটের একটি অভিজাত রিসর্টের ঘটনা। রাজারহাট থানায় অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ওই চার অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, ৯ নভেম্বর রাজারহাটের ওই অভিজাত রিসোর্টে জন্মদিনের পার্টি করছিল ১০-১৫ জনের একটি দল। ওই পার্টিতে তরলের সঙ্গে যুবতীকে মাদক খাইয়ে সংজ্ঞাহীন করে দিয়েছিল অভিযুক্তরা। অচৈতন্য যুবতীর উপর চলে নির্যাতন। একাধিকবার ওই যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পরের দিন ১০ নভেম্বর রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিজনরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৪ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে। তাদের হেফাজতে চাইবে পুলিশ। সাম্প্রতিককালে রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয় উঠেছিল প্রশ্ন। তবে এই ঘটনায় দ্রুত তৎপর হয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।
অভিজাত রিসর্টের কর্তপক্ষের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে গিয়েছিল পুলিশ। সূত্রের খবর,পুলিশকর্মীদের অভিযুক্তদের বিষয়ে কোনওরকম তথ্য দিতে পারিনি রিসর্ট কর্তৃপক্ষ। ওই রিসর্টের একটি ঘর সিল করে দেওয়া হয়েছে। ৪ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (জি) ধারায় গণধর্ষণের অভিযোগ এবং ৩২৮ ধারায় মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।