Advertisement

Newtown: নিউটাউনে অফিসের ৬ তলা থেকে ঝাঁপ IT কর্মীর, অবসাদে আত্মহত্যার চেষ্টা?

বহুতল অফিস থেকে ঝাঁপ আইটি কর্মীর। ভরদুপুরে নিউটাউনে আত্মহত্য়ার চেষ্টা করেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরত যুবক। তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায়  নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 7:05 PM IST

বহুতল অফিস থেকে ঝাঁপ আইটি কর্মীর। ভরদুপুরে নিউটাউনে আত্মহত্য়ার চেষ্টা করেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরত যুবক। তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায়  নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, রোজের মতো এদিনও অফিস গিয়েছিলেন তিনি। কাজও করেন। দুপুরের খাবারও খান। এরপর অফিসে সকলে যে যার মতো কাজ শুরু করেন। তখনই ওই কর্মী হঠাৎ বহুতলের ছ’তলা থেকে ঝাঁপ দেন। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরত যুবকের নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। তাঁর বয়স ৪০-এর আশেপাশে। 

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করানো হয় নিউটাউনের হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আচমকা এমন একটি পদক্ষেপ নেওয়ায় হতবাক সহকর্মীরা। পুলিশ সূত্রে খবর, এ দিন তিনি অফিসের ছ’তলা থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় নিউটাউনের নিকটবর্তী হাসপাতালে। তবে আত্মহত্যার পিছনে কী কারণ তদন্ত করছে পুলিশ। মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণে তা জানার চেষ্টা করছে পুলিশ। সহকর্মীরা এই নিয়ে কোনও কথা বলতে নারাজ।
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement