Advertisement

জানুয়ারিতে বাকি পুরভোট, হাইকোর্টে জানাল কমিশন, জেনে নিন নির্ঘণ্ট

আগামী ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১১০টি পুরসভায় ভোট নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

নতুন বছরেই পুরভোট- ফাইল ছবি।
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 23 Dec 2021,
  • अपडेटेड 3:19 PM IST

কলকাতা পুরসভার ভোটের পর বাকি পুরসভাগুলির নির্বাচন হতে চলেছে নতুন বছরেই। বৃহস্পতিবার একথাই কলকাতা হাইকোর্টে জানাল নির্বাচন কমিশন। আগামী ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

গত ১৯ ডিসেম্বর সম্পন্ন হয়েছে কলকাতা পুরসভার ভোট। বকেয়া পুরভোট কবে হবে তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বাকি পুরসভাগুলির সম্ভাব্য় নির্ঘণ্ট আদালতে জানিয়েছে নির্বাচন কমিশন। তারা জানাল, দু'দফায় সেরে ফেলা হবে বাকি পুরসভাগুলির ভোট।  আগামী ২২ জানুয়ারি হতে পারে হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোটগ্রহণ। বাকি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি।

কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই জনস্বার্থ মামলায় মামলাকারীরা জানতে চেয়েছিলেন, বাকি ১১১টি পুরসভায় কবে ভোট হবে? আর কেন রাজ্য পুরভোটগুলি ফেলে রেখে গড়িমসি করছে? পুরভোটগুলি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার তার জবাব দিল রাজ্য নির্বাচন কমিশন।        

আরও পড়ুন-কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মার, আদালতে আত্মসমর্পণ ২ অভিযুক্তের 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement