Advertisement

Kunal Ghosh: CBI-সরকার সেটলমেন্ট করেছেন কুণাল, নির্যাতিতার বাবার দাবিতে কী বলছেন TMC নেতা?

আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবার বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড়। তিনি অভিযোগ করেছেন CBI সরকারের থেকে টাকা খেয়েছে। সেই টাকা সেটল করেছেন কুণাল ঘোষ। এই দাবি নিয়ে কুণাল ঘোষ পাল্টা কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন।

নির্যাতিতার বাবা (বাঁ দিকে), কুণাল ঘোষ (ডান দিকে)নির্যাতিতার বাবা (বাঁ দিকে), কুণাল ঘোষ (ডান দিকে)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 3:03 PM IST
  • আরজি করের নির্যাতিতার বাবার বিস্ফোরক অভিযোগ
  • CBI ও সরকারের মধ্যে সেটল করিয়েছেন কুণাল
  • পাল্টা কড়া প্রতিক্রিয়া TMC নেতার

কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা। আরজি করের ঘটনায় তিনি CBI তদন্তে সন্তুষ্ট নন তা আগেও বহুবার প্রকাশ্যে জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। আর এবার তাঁর দাবি, 'CBI টাকা খেয়েছে রাজ্য সরকারের থেকে। কুণাল ঘোষ গিয়ে সেটলমেন্ট করে এসেছে CGO কমপ্লেক্সে।' শোরগোল পড়ে গিয়েছে তাঁর এই চাঞ্চল্যকর দাবিতে। পাল্টা কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতাও। 

কী অভিযোগ নির্যাতিতার বাবার?
একটি সংবাদমাধ্যমের করা প্রশ্নের উত্তরে আরজি করের নিহত তরুণীর বাবা স্পষ্ট বলেন, 'CBI-এর ডিরেক্টর নিজে আমায় বলেছেন, এই কেস ছেড়ে দেব। আমি বলেছি, আমায় বললে হবে না, আদালতে গিয়ে বলুন। কোনও প্রশ্নের উত্তর CBI-এর কাছে নেই। CBI রাজ্য সরকারের থেকে টাকা খেয়েছে। কুণাল ঘোষ CGO কমপ্লেক্সে গিয়ে সেটলমেন্ট করে এসেছে।'

পাল্টা সরব কুণাল ঘোষ
ফের নির্যাতিতার বাবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ। তিনি 'সেটলমেন্ট তত্ত্ব' সম্পর্কে বলেন, 'মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এভাবে আমার নাম করে মিথ্যে অভিযোগ করলেন কার কথায়? কোন তথ্যে?' তাঁর সংযোজন, 'আমার নিজেরই দু'টো CBI মামলা চলছে, আর আমি যাব অভয়া মামলা সেটল করতে?' সবাই জানে CBI-কে নিয়ন্ত্রণ করে BJP। উনি আবার তাদের সঙ্গেই নবান্ন অভিযানে যান।' নির্যাতিতার বাবা প্রতি সম্মান জানিয়ে কুণালের বক্তব্য, 'সহমর্মিতা রেখেই বলছি, CBI নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলছে প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না।'

তবে এই প্রথম ন, গত ৯ অগাস্ট আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছরের মাথায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মিছিলে দলীয় পতাকা ছাড়া যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং BJP-র নেতারা। ধুন্ধুমার কাণ্ড হয় মিছিলে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। নির্যাতিতার মা-কে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, মাথায় চোট লাগে তাঁর। ভেঙে যায় হাতের শাঁখা। এই ঘটনার পরও নির্যাতিতার বাবা-মা BJP-র সঙ্গে হয়ে গিয়েছেন বলেও কটাক্ষ করতে শোনা যায় কুণাল ঘোষকে।  
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement