গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করলেন সায়ন্তন দাস। বাংলা থেকে তিনি একাদশতম দাবাড়ু, যিনি গ্র্যান্ডমাস্টার হলেন। ফ্রান্সের একটি প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করলেন সায়ন্তন। পেশায় সায়ন্তন কলকাতা মেট্রো রেলের পার্সোনেল বিভাগের কর্মী। আগেই চারটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিলেন সায়ন্তন। কিন্তু গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজন ২৫০০ রেটিং পয়েন্টও। সেটাই এত দিন হচ্ছিল না। এ বার হল।
ফ্রান্সের এক প্রতিযোগিতায় শেষ রাউন্ডে জিতে সেই রেটিং পয়েন্ট অর্জন করলেন সায়ন্তন। সেই সঙ্গে গ্র্যান্ডমাস্টার হলেন তিনি। সায়ন্তনের সাফল্যে উচ্ছ্বসিত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার গুডরিক ন্যাশনল চেস অ্যাকাডেমিতে দাবা শেখেন সায়ন্তন। শ্রী সায়ন্তন দাস, একজন মেট্রোম্যান ভারতের 81 তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন।
কলকাতা মেট্রোর তরফে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোর কর্মী সায়ন্তনকে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানানো হচ্ছে। সায়ন্তন এই সপ্তাহে জার্মানিতে একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে অংশ নেবেন। তিনি ১৫ই মার্চ কলকাতায় ফিরবেন।
২৬ বছরের এই দাবাড়ুর ছোটবেলার কোচ সপ্তর্ষি রায়। কলকাতার গুডরিক ন্যাশনল চেস অ্যাকাডেমিতে দাবা শেখেন সায়ন্তন দাস। বাংলার ১১তম গ্র্যান্ডমাস্টারের কোচ সপ্তর্ষি রায় সায়ন্তনের বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, তিনি ছোট থেকেই সায়ন্তনকে কোচিং করাচ্ছেন। যে পরিবার থেকে তিনি এই লড়াই করছেন, তার জন্য সায়ন্তনকে কুর্নিশ জানাতে হয়।