Advertisement

Second Hooghly Bridge Closed: ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাবেন? রইল বিকল্প রুট

Second Hooghly Bridge Closed: রবিবার ২ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু(Second Bridge)। এই আট ঘণ্টা সেতুর উপর দিয়ে কোনও গাড়ি যেতে পারবে না। এর আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ।

সেকেন্ড ব্রিজ বন্ধ, রইল অল্টারনেট রুট।সেকেন্ড ব্রিজ বন্ধ, রইল অল্টারনেট রুট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2025,
  • अपडेटेड 10:44 AM IST
  • রবিবার ২ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু(Second Bridge)।
  • এই আট ঘণ্টা সেতুর উপর দিয়ে কোনও গাড়ি যেতে পারবে না।
  • আজ সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ হবে।

Second Hooghly Bridge Closed: রবিবার ২ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু(Second Bridge)। এই আট ঘণ্টা সেতুর উপর দিয়ে কোনও গাড়ি যেতে পারবে না। এর আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। অর্থাৎ, এই পুরো সময় জুড়ে দু’দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকছে।

কেন?
কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, আজ সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ হবে। তাই এই নির্দিষ্ট সময়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

এই সময়ে সাসপেনশন কেবল, রোড সারফেস, লাইটিং সিস্টেম, সব কিছু পরীক্ষা করা হবে। প্রয়োজনে সংস্কারও হবে। এই কাজের তত্ত্বাবধানে থাকবে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)।

এই HRBC রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হুগলি নদীর উপর সেতুগুলির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই সংস্থারই। উল্লেখ্য, এই HRBC ই দ্বিতীয় হুগলি সেতুর টোল সংগ্রহ এবং মেনটেনেন্সের কাজ করে।

পুলিশের এক আধিকারিক জানালেন, 'এই রক্ষণাবেক্ষণ করাটা অত্যন্ত জরুরি। এতে সেতুর লংজিভিটি ও সিকিউরিটি বাড়বে।'

সেকেন্ড ব্রিজ কখন খুলবে?
দুপুর ২টোর পর খুলে দেওয়া হবে। তার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হবে যানবাহন চলাচল। ফলে আজ দুপুরের পর বা সন্ধ্যায় সেকেন্ড ব্রিজ হয়ে যেতে চাইলে কোনও সমস্যা নেই।

বিকল্প রাস্তা
সেতু বন্ধ থাকলেও শহর ও শহরতলির গাড়ি চলাচলের জন্য বিকল্প রুট ঠিক করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। সকাল থেকেই সেই রাস্তায় বাড়তি নজরদারিও থাকছে।

নিচে রইল বিকল্প রাস্তার তালিকা 
মেট্রো ব্যবহার করুন:
নিত্যযাত্রীরা চাইলে হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে সেখান থেকে জার্নি করতে পারেন।

হাওড়া ব্রিজ ব্যবহার করুন: কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতা, দু’দিকের যানবাহনই এই রাস্তায় যেতে পারবে।

নিবেদিতা সেতু: কোলাঘাট বা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যেতে পারবে।

কাজিপাড়া-জিটি রোড-আন্দুল রোড: কলকাতার দিক থেকে হাওড়াগামী গাড়ির জন্য এই রাস্তায় সুবিধা হবে।

শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড: এই রুটে নিবড়া বা মাইতি পাড়ার দিকে যাওয়া যাবে।

Advertisement

বালি ব্রিজ: হুগলি জেলা ও হাওড়া জেলা থেকে আসা ছোট গাড়ি এই ব্রিজ ব্যবহার করতে পারবে।

যানজটের আশঙ্কা
সেতু বন্ধ থাকায় হাওড়া ব্রিজে চাপ বাড়তে পারে। তাই সকাল থেকেই অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।   

Read more!
Advertisement
Advertisement