Advertisement

সবদিক থেকেই সিগন্যাল আসছে বাংলায় BJP সরকার গড়বে : সুকান্ত

২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। ১০০ আসনও পায়নি তারা। সেই থেকেই বাংলার ভোট রাজনীতিতে বিজেপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বিধায়ক সংখ্যাও কমে গিয়েছে।

সবদিক থেকেই সিগন্যাল আসছে বাংলায় BJP সরকার গড়বে : সুকান্তসবদিক থেকেই সিগন্যাল আসছে বাংলায় BJP সরকার গড়বে : সুকান্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2024,
  • अपडेटेड 11:44 AM IST
  • এর আগেও সুকান্ত দাবি করেছিলেন ২৬-এ গেরুয়া শিবিরই ক্ষমতায় আসতে চলেছে বাংলায়
  • তিনি আরও দাবি করেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি

আগামীদিনে বাংলায় বিজেপি সরকার গড়বে বলে আবারও দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সুকান্ত। তিনি বলেন, 'বাংলায় বিজেপির সরকার হবে।  বাংলাতে সুশাসন দেওয়ার জন্য বিজেপির সরকার প্রয়োজন। সুশাসন গত ১৩ বছরে আসেন, আগের ৩৪ বছরেও আসেনি, তাই সুশাসনের জন্য বাংলা অপেক্ষা করছে। সময় এসে গিয়েছে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গড়ার। সবদিক থেকেই সিগন্যাল পাওয়া যাচ্ছে যে বাংলায় বিজেপির সরকার হবে আগামীদিনে। বিজেপি বাংলায় সুশাসন দেবে। যেভাবে অটল জি দেশকে সুশাসন দিয়েছিলেন, সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন মোদী জি। ঠিক সেভাবেই বাংলাতেও সুশাসন উপহার দেবে বিজেপি।'

২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। ১০০ আসনও পায়নি তারা। সেই থেকেই বাংলার ভোট রাজনীতিতে বিজেপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বিধায়ক সংখ্যাও কমে গিয়েছে। অনেকেই তৃণমূলে চলে গিয়েছেন। লোকসভা নির্বাচনেও বিজেপির ফল ভাল হয়নি। গতবারের আসনই তারা ধরে রাখতে পারেনি। ২৪ সালের লোকসভা নির্বাচনের পরে বিজেপির সাংসদ সংখ্যা ১৮ থেকে কমে ১২ হয়ে গিয়েছে।

এর আগেও সুকান্ত দাবি করেছিলেন ২৬-এ গেরুয়া শিবিরই ক্ষমতায় আসতে চলেছে বাংলায়। তিনি আরও দাবি করেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি। সুকান্ত বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন থেকে কমে ১২টি আসনে নেমে এসেছে, কিন্তু কলকাতায় ৪৬টির বেশি ওয়ার্ডে প্রথম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। সুকান্ত মজুমদার আরও দাবি করেন, ২০৮টি বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের ভোটের থেকে ৪১ হাজার বেশি। যদিও বিজেপি জয়ী হয়েছে মোট ৯০-৯২টি বিধানসভায়। তিনি উল্লেখ করেন, ১৮টি আসনে ৫০০০ ভোটের কম ব্যবধানে এবং ২৯টি আসনে ১০,০০০ ভোটের কম ব্যবধানে বিজেপি হেরেছে। এই আসনগুলিতে ভাল পারফর্ম করাই এখন লক্ষ্য বিজেপির।

Advertisement

আরও পড়ুন

সুকান্ত মজুমদার জানান, এখন থেকে পরিকল্পনা করলে এবং ৩-৪ শতাংশ ভোট বাড়াতে পারলে, আসন্ন ২০২৬-এর ভোটে বিজেপি সরকার ক্ষমতায় আসবে। তিনি বলেন, এর জন্য রাজ্যে এক কোটি সদস্য সংখ্যা বাড়াতে হবে। এর মাধ্যমেই এই ভোটের ব্যবধান কমানো সম্ভব হবে।

Read more!
Advertisement
Advertisement