বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ SSC-র আন্দোলনরত চাকরিহারারা। রবিবার BJP সাংসদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তাঁরা। 'যোগ্যদের' চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে পরবর্তী আবেদন করার বিষয়টি নিয়ে পরামর্শ চান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির থেকে। বৈঠক শেষে চাকরিহারা SSC শিক্ষকদের তরফে জানানো হয়, সোমবারের মধ্যেই সুপ্রিম কোর্টে আরও একটি মামলা দায়ের করতে চলেছেন তাঁরা। যেখানে OMR-এর মিরর ইমেজ প্রকাশ্যে আনার দাবি জানানো হবে। পাশাপাশি ভোটের আগে ফের কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করা হচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেন চাকরিহারাদের প্রতিনিধিরা।
চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বলেন, 'আমরা BJP, CPIM, কংগ্রেস সব দলের কাছেই পরামর্শ চাইতে গিয়েছি। আমরা পথ খুঁজছি কীভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায়। সুপ্রিম কোর্টে মামলা লড়ে কীভাবে চাকরি বাঁচানো যায় তা আলোচনা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেল আর কারা পেল না, তার জন্য OMR-এর মিরর ইমেজের কপি পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। এই দাবিতে রাস্তায় যেমন আন্দোলন হয়েছে, অনশন চলছে তেমন সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টেও মামলা করা হবে।' একইসঙ্গে
তাঁদের বক্তব্য, 'সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা নিয়ে যারা চাকরি পেয়েছে রাজ্য সরকারকে তাঁদের টার্মিনেট করতে হবে। ভোটের আগে আবারও পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে, তা আমরা হতে দেব না।'
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'রিভিউ করে কোনও লাভ হবে কি না জানি না তবে রিভিউ করা ছাড়া কোনও উপায়ও নেই।' তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, সে সম্পর্কে BJP সাংসদ বলেন, 'কোন ফান্ড থেকে টাকা দিচ্ছেন আমার জানা নেই। কিন্তু কত দিন দিতে পারবেন? সেটাই প্রশ্ন'।
এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান- বিক্ষোভ প্রত্যাহার চাকরিহারা শিক্ষক-অশিক্ষকরা। সেন্ট্রাল পার্ক লাগোয়া বইমেলার মাঠের সামনে নতুন করে অবস্থান-বিক্ষোভ শুরু হবে।