"রামের জন্মের আগে রামায়ণ, ২০০৯ সালে নাকি আমি, ডিওয়াইএফআই-এর কর্মীদের চাকরির জন্য ওনার কাছে সুপারিশ করেছিলাম। সার্কিটটা পুরো কেটে গেছে", বৃহস্পতিবার আলিপুর আদালতে ঢোকার সময় তাঁর বিরুদ্ধে তোলা পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে এমনটাই বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
এদিন আলিপুর আদালতে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, তাঁরা উত্তরবঙ্গে কী করেছেন। তাঁরা ২০০৯-১০ এর CAG রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে। যেহেতু আমি বলেছি, আমি কিচ্ছু করতে পারব না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না"।
যা বললেন সুজন...
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেন, চূড়ান্ত হতাশার প্রতিফলেন আজকে অনেকগুলো কথা উনি (পার্থ চট্টোপাধ্যায়) বলেছেন। যদি এসব উল্টোপাল্টা বলে, আর মমতার লিখে দেওয়া কুনাট্যে লিপ দিয়ে যদি একটু বাড়তি ভেসে থাকা যায়, তার একটা প্রচেষ্টা চলছে বলেই মনে হচ্ছে। এদিন একদম সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুজন চক্রবর্তী বলেন, চ্যালেঞ্জ করছি, বোকা বোকা কথা বলছেন কেন? সরকারে কাছে সবে আছে। ৯০ সালের পর কে কে চাকরি পেয়েছেন, কোথায় পেয়েছেন, কী তাদের যোগ্যতা, কী তাদের অযোগ্যতা, এই সব নামের তালিকা করে শ্বেতপত্র প্রকাশ করুন। এই হিম্মত তৃণমূলের নেতাদের নেই। কারণ এই লিস্ট কোনওদিন প্রকাশ করলে বুঝতে পারবেন ২০১১ সালের আগে বামপন্থী ফ্রন্ট, তখন চাকরি মানেই স্বচ্ছতা। আর ২০২১ সালের পরে চাকরি মানে লুঠ।
জবাব পার্থ ভৌমিককেও...
এদিন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রীর পার্থ ভৌমিকের অভিযোগেরও জবাব দেন সুজন চক্রবর্তী। সুজনবাবুর স্ত্রীয়ের চাকরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেচমন্ত্রী। এদিন সেই সম্পর্কে সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একটা কোনও নৈহাটির দিকের লোক, সে সেচের মন্ত্রী হয়েছে, সে হঠাৎ বারুইপুরে দিকে গেছে। গিয়ে বলতে শুরু করেছে, সুজন চক্রবর্তীর বাড়ি কোথায় দেখুন, কী করেছে দেখুন, দুর্নীতি কী করেছে দেখুন। লোক তাড়া মেরেছে। তারপর ঘুরে এসে কলকাতাতে আবার ওইসব নিয়ে লেগেছে। আমার কোনও অসুবিধা নেই, আমি ওপেন ছেড়ে দিলাম, চ্যালেঞ্জ। ৯০ থেকে ২০১১-র মধ্যে তালিকা যখন বের করবেন, তার মধ্যে সব থাকবে তো। তারপর খেলা দেখিয়ে দেব"।
আরও পড়ুন - 'নিয়োগকর্তা নই, মন্ত্রী হওয়া কি অপরাধ?', আদালতে ৫ মিনিট সওয়াল পার্থর