Advertisement

'২০২৪-এ বেশি আসন পাব', ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ সুকান্তর

BJP-র রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবর্ধনা মঞ্চ থেকেই দলত্যাগীদের বার্তা দিলেন সুকান্ত মজুমদার। বললেন, 'যাঁরা দল থেকে চলে গিয়েছেন তাঁরা থাকলে ভালো হত, তবে চলে গেলেও আমাদের অসুবিধে নেই। তবে তাঁরা যদি আমাদের নীতি-আদর্শে বিশ্বাস করেন তাহলে এখনও আসতে পারেন। আমরা একসঙ্গে কাজ করব। আর যদি নীতিতে বিশ্বাস না করেন, তাহলে আর ফিরে আসতে হবে না।' 

সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2021,
  • अपडेटेड 3:13 PM IST
  • রাজ্য BJP-র সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবর্ধনা মঞ্চ থেকেই দলত্যাগীদের বার্তা দিলেন সুকান্ত মজুমদার
  • বললেন, 'যাঁরা দল থেকে চলে গিয়েছেন তাঁরা থাকলে ভালো হত
  • ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেও চ্যালেঞ্জ করেন সুকান্তবাবু

BJP-র রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবর্ধনা মঞ্চ থেকেই দলত্যাগীদের বার্তা দিলেন সুকান্ত মজুমদার। বললেন, 'যাঁরা দল থেকে চলে গিয়েছেন তাঁরা থাকলে ভালো হত, তবে চলে গেলেও আমাদের অসুবিধে নেই। তবে তাঁরা যদি আমাদের নীতি-আদর্শে বিশ্বাস করেন তাহলে এখনও আসতে পারেন। আমরা একসঙ্গে কাজ করব। আর যদি নীতিতে বিশ্বাস না করেন, তাহলে আর ফিরে আসতে হবে না।' এদিনের সভা থেকে ২০২৪ লোকসভা ভোটের সুরও বেঁধে দেন বালুরঘাটের সাংসদ। 


ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেও হুংকার দেন গেরুয়া শিবিরের নব-নিযুক্ত সভাপতি। বলেন, 'নন্দীগ্রামে শুভেন্দুদা হারিয়েছিলেন। আর ভবানীপুরেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মুখিয়ে আছি।' 

আরও পড়ুন

দলকে ধন্যবাদ 

এদিন সংবর্ধনা মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন, 'ভারতীয় জনতা পার্টির পক্ষেই এটা সম্ভব যে, কলকাতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের একটি জেলা থেকে মধ্যবিত্ত পরিবারের কাউকে রাজ্য সভাপতি করা। এটা অন্য কোনও দলের পক্ষে করা সম্ভব নয়।'  

তৃণমূলকে আক্রমণ

রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। বলেন, 'ভারতীয় জনতা পার্টির শক্তি বাড়ানোর জন্য এই রাজ্যে আমাদের শক্তিশালী হওয়ার প্রয়োজন নেই। কিন্তু, পশ্চিমবঙ্গকে আমাদের দলের প্রয়োজন রয়েছে। ভোট পরবর্তী হিংসার জন্য দায়ী শাসকদল। শুভেন্দুদা বলেন, বিশেষ একটি সম্প্রদায়কে আমাদের পার্টির কর্মীদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। ভারতের ৪টে রাজ্যে ভোট হল। কোথাও কিছু হল না। কিন্তু, আমাদের রাজ্যে এত প্রাণহানি হল। কেন? এর জবাব কে দেবে?'

রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেন সুকান্তবাবু। বলেন, '৫০০ টাকার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে। তখন করোনা বিধি ভাঙা হচ্ছে না। অথচ আমাদের দলের কর্মী-সমর্থকরা মিটিং করতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কোনও আইন কাজ করছে না।'

Advertisement

তিনি আরও বলেন, 'তৃণমূল কংগ্রেস যদি মনে করে কিছু মামলা দিয়ে, সাংসদ-বিধায়কদের নিয়ে BJP-কে শেষ করে দেবে, তাহলে তারা মুর্খের স্বর্গে বাস করছেন। কারণ, এই দল চলে নীতি-আদর্শে। আমাদের সম্বল কর্মীরা।' 

মিশন ২০২৪ 

এদিনের সংবর্ধনা মঞ্চ থেকে ২০২৪ লোকসভা ভোটের সুরও বেঁধে দেন সুকান্ত মজুমদার। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন, উনি প্রধানমন্ত্রী হবেন। আমি বলছি, দিদি এই রাজ্য থেকে ৪২ টা আসন পেলেও আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। পরেরবারও নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন। এটা বিধির বিধান। আমি আপনাদের আশ্বস্ত করছি, আগামী লোকসভা ভোটে আমরা এই রাজ্য থেকে আরও বেশি আসন নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব।' 

Read more!
Advertisement
Advertisement