Advertisement

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির হিসেবে শিবজ্ঞানমের নামে সুপারিশ

আগামী মাসে অবসর নেবেন হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁর জায়গায় প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছে শিবজ্ঞানমকে। 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির নাম সুপারিশ। কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির নাম সুপারিশ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Feb 2023,
  • अपडेटेड 11:41 AM IST
  • অবসরে যাবেন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি।
  • তাঁর জায়গায় নতুন নাম প্রস্তাব।

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। আগামী মাসে অবসর নেবেন হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁর জায়গায় প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছে শিবজ্ঞানমকে। 

বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩০ মার্চ মেয়াদ শেষ হচ্ছে প্রধান বিচারপতি শ্রীবাস্তবের। ওই পদে দায়িত্ব নেবেন বিচারপতি শিবজ্ঞানম। এলাহাবাদ হাইকোর্টের জন্য সুপারিশ করা হয়েছে বিচারপতি প্রীতিঙ্কর দিবাকরের নাম। ছত্তীসগড় হাইকোর্টের জন্য সুপারিশ করা হয়েছে বিচারপতি রমেশন সিংহের নাম। সেই সঙ্গে বিচারপতি সোনিয়া জি গোকানি ও বিচারপতি ধীরজ সিং ঠাকুরের নাম যথাক্রমে গুজরাট হাইকোর্ট ও মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছে।

বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আগামী ৩০ মার্চ হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন। তাঁর জায়গায় কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে বর্ষীয়ান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নাম সুপারিশ করা হয়েছে। 

আরও পড়ুন

বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে কেরিয়ার শুরু। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। ২০১১ সালে হন স্থায়ী বিচারপতি। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম।
 

Read more!
Advertisement
Advertisement