Advertisement

TMC-র শহিদ দিবসে পাল্টা উত্তরকন্যা অভিযান BJP-র, ৯ অগাস্টও বড় প্ল্যান ঘোষণা শুভেন্দুর

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণঘর্ষণের প্রতিবাদে বুধবার মিছিল ও জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলেছে।

TMC-র শহিদ দিবসে পাল্টা উত্তরকন্যা অভিযান BJP-র, ৯ অগাস্টও বড় প্ল্যান ঘোষণা শুভেন্দুরTMC-র শহিদ দিবসে পাল্টা উত্তরকন্যা অভিযান BJP-র, ৯ অগাস্টও বড় প্ল্যান ঘোষণা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের কর্মসূচি
  • ওই দিন প্রতি বছর ধর্মতলায় শহিদ দিবস পালন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই দিন তিনি শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। শুধু তাই নয়, ৯ অগাস্ট আরজি কর কাণ্ডের এক বছর হবে। ওইদিনও পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা বলেছেন তিনি। সেই অভিযানে, অভয়ার মা ও বাবাকে থাকার জন্য আবেদন জানানো হবে বলেও শুভেন্দু জানিয়েছেন।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণঘর্ষণের প্রতিবাদে বুধবার মিছিল ও জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলেছে। মিছিলে ঝাঁটা হাতে দেখা যায় দলের মহিলা কর্মীদের। ছিলেন যুব মোর্চার কর্মী-সমর্থকরাও। 'কন্যা বাঁচাও' স্লোগান তুলে সেই মিছিল সাউথ ক্যালকাটা ল'কলেজের কাছে শেষ হয়। সেখানেই হয় সমাবেশ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, 'বাঙালি হিসেবে অন্য রাজ্যে গিয়ে পরিচয় দিতে লজ্জা বোধ হয়। এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অনেক অপরাধ হয়। সমাবেশ থেকে অনেক স্লোগা দেন শুভন্দু। তার মধ্যে রয়েছে ঝাড়ু মেরে করো সাফ, মমতার সরকার। এক হাজার ঝাড়ু এক হাজার মা মিছিল করেছেন। কন্যা বাঁচাও মমতা হটাও। ধর্ষকদের ফাঁসি চাই, মমতার পতন দেখতে চাই। বিজেপি কর্মীরা গুলি খেতেও তৈরি।' বক্তব্য রাখতে গিয়ে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রসঙ্গও তোলেন তিনি।

আরও পড়ুন

এরপরেই জোড়া কর্মসূচির কথা ঘোষণা করেন শুভেন্দু। ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের কর্মসূচি ঘোষণা করেন। ওই দিন প্রতি বছর ধর্মতলায় শহিদ দিবস পালন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ওই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন তিনি। শুভেন্দু বলেন, 'ওইদিন চোরেরা কলকাতায় ডিম ভাত খেতে আসে। আর আমরা উত্তরকন্যা নড়িয়ে দেব। এছাড়াও, শুভেন্দু জানান যে ৫ অগাস্ট তিনি অভয়ার বাবা ও মায়ের কাছে যাবেন। ৯ অগাস্ট পতাকা ছাড়া নবান্ন অভিযান করতে হবে, সেটাই তাঁদের বলবেন। বিরোধী দলনেতা বলেন, '৫ তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওইদিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা-মার কাছে যাব। আর বাবাকে বলব, পতাকা ছাড়া ৯ অগাস্ট অভয়ার ধর্ষণ-খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement