Advertisement

Suvendu On Abhishek' Sebaashray: 'দাঁতের ডাক্তার দেখছে বুক', অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বৃহস্পতিবারই ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে 'সেবাশ্রয়' প্রকল্পের সূচনা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নিখরচায় হাজার হাজার মানুষের স্বাস্খ্য পরীক্ষা ও চিকিৎসা করানো হয়েছে বলে দাবি করেছেন।

অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে আক্রমণ শুভেন্দুরঅভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে আক্রমণ শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jan 2025,
  • अपडेटेड 3:10 PM IST
  • 'সেবাশ্রয়' প্রকল্পের সূচনা করেছেন অভিষেক।
  • ওই প্রকল্প নিয়ে তৃণমূল সাংসদকে বিঁধলেন শুভেন্দু।

'২৫ টাকার ওষুধ বেচছে আড়াইশো টাকায়। দাঁতের ডাক্তার দেখছেন বুক'। ডায়মন্ড হারবারে অভিষেকের উদ্যোগে 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে এমন অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ডাক্তারি পড়ুয়াদের দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা চালানো হচ্ছে।

বৃহস্পতিবারই ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে 'সেবাশ্রয়' প্রকল্পের সূচনা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নিখরচায় হাজার হাজার মানুষের স্বাস্খ্য পরীক্ষা ও চিকিৎসা করানো হয়েছে বলে দাবি করেছেন। এই প্রসঙ্গেই শুভেন্দুকে প্রশ্ন করা হয়েছিল, সেবাশ্রয় কি সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা? বিরোধী দলনেতার খোঁচা,'পিসিকে জিজ্ঞেস করুন। পিসির ভাইপো বলছে, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। তাই তাঁকে বেসরকারি উদ্যোগ নিতে হচ্ছে'। 
   
তিনি যোগ করেন,'এখানেও (সেবাশ্রয়) জাল। ২৫ টাকার ওষুধ বেচছে আড়াইশো টাকায়। দাঁতের ডাক্তারকে দিয়ে বুক দেখাচ্ছে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে যাঁরা ডাক্তারি সার্টিফিকেট পায়নি, সেই সব পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করাচ্ছে। ভুলভাল চিকিৎসা হলে তার দায়িত্ব নিতে হবে'।

আরজি কর-কাণ্ডের সময় অভিষেকের 'দূরত্ব' তৈরির বিষয়টিও তুলে ধরেন শুভেন্দু। বলেন,'এ মাঝে মাঝে হারিয়ে যায়। হঠাৎ করে উদয় হয়। গোটা আরজি কর-কাণ্ডের সময় নেই! বাংলায় সঙ্কট এলে সাংসদ হিসেবে পাবেন না। সংসদে কোনও ভূমিকা নেই। যে তাঁর নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে দেয় না, তাঁর সম্পর্কে আলোচনা না করাই ভালো। ডায়মন্ড হারবারে হিন্দুদের ভোট দিতে দেয়নি, সিপিএম-আইএসএফ কার মুসলিমরাও ভোট দিতে পারেননি'।

সেবাশ্রয় প্রকল্পে কত মানুষ সুবিধা পেয়েছেন তার খতিয়ান তুলে ধরেছেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন,'অর্ধেক পথ পেরিয়ে এই প্রকল্প দারুণ সাড়া পেয়েছে। সেবাশ্রয়ের ৪১ ক্যাম্পে পরিষেবা পেয়েছেন ৫৮ হাজার ৫৮২ জন। বিনামূল্যে ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। নিখরচায় ওষুধ পেয়েছেন ৩০,০৪৯ জন। ১ হাজার ৩৩২ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে'। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement