আরজি কর-কাণ্ডে এবার প্রমাণ লোপাটের অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে ৫ দফা দাবি করেছেন। এর মধ্যে রয়েছে মৃত তরুণী ডাক্তারের ভিসেরা রিপোর্ট বদলের মতো গুরুতর অভিযোগও। তবে এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিভিন্ন সূত্র মারফত তিনি প্রমাণ লোপাটের খোঁজ পেয়েছেন বলে শনিবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সিবিআই-কে জুড়ে তাঁর বক্তব্য,'এই কথাগুলি সিবিআইয়ের তদন্তে কাজে লাগতে পারে'। কী কী দাবি করেছেন বিরোধী দলনেতা? তাঁর প্রথম অভিযোগ,'তদন্তে নামে নির্যাতিতা ডাক্তারের ভিসেরা রিপোর্ট বদলে দিয়েছে কলকাতা পুলিশ'।
শুভেন্দু লিখেছেন,'এই নৃশংস অপরাধের সঙ্গে একাধিক ব্যক্তির যোগ উড়িয়ে দেওয়া যায় না। রক্ত লেগে থাকা সমস্ত জিনিস বদলে দিয়েছে কলকাতা পুলিশ। যা যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি আসল জিনিস নয়। এমনকি ঘরের বেসিনও বদলে দেওয়া হয়েছে। পুরনো বেসিনের জায়গায় নতুন বেসিন বসানো হয়েছে। ওই ডাক্তারকে খুনের পর সেমিনার হলে মৃতদেহ ফেলে রাখা হয়েছিল'।
তদন্তে সিবিআই সব দিক খতিয়ে দেখবে বলে আশা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'আশা রাখি সিবিআই সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখবে। শুরুতে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশেই তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল'।
আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। একটা বড় অংশের দাবি, এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা। প্রশ্ন উঠেছে, কী এমন ঘটল যে সেমিনার রুমের পাশের ঘর সংস্কারের কাজ এখনই শুরু করতে হল? এক্স হ্যান্ডেলে শুভেন্দুও সেই দিকেই ইঙ্গিত করেছেন। তিনি দাবি করেছেন, সংস্কারের নামে বেসিন বদল করা হয়েছে। কারণ বেসিনে রক্তের হাত ধোয়ার দাগ লেগে থাকতে পারে। যা ডিএনএ পরীক্ষায় ধরিয়ে দেবে অপরাধীকে। মনে করছে সংশ্লিষ্ট মহল।