Advertisement

মহেশতলায় ২৩ জন ক্ষতিগ্রস্তকে আর্থিক সাহায্য় শুভেন্দুর, RSS-কে কালিমালিপ্ত করার অভিযোগ

ইতিমধ্য়েই মহেশতলার ঘটনায় এনআইএ তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদন করেন তিনি।

মহেশতলায় ২৩ জন ক্ষতিগ্রস্তকে আর্থিক সাহায্য় শুভেন্দুর, RSS-কে কালিমালিপ্ত করার অভিযোগমহেশতলায় ২৩ জন ক্ষতিগ্রস্তকে আর্থিক সাহায্য় শুভেন্দুর, RSS-কে কালিমালিপ্ত করার অভিযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • মহেশতলার ঘটনায় এনআইএ তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু
  • পুলিশের বিরুদ্ধে আরএসএস-কে কালিমালিপ্ত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী

রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, '২৬ জন ক্ষতিগ্রস্তকে ডেকেছিলাম। ২৩ জন এসেছেন। গত ৪৮ ঘণ্টায় প্রশাসনের সাহায্য় আসেনি। আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, তৃণমূল চমকানোর পরেও ২৩ জন ক্ষতিপূরণ নিয়েছেন। এখানে আসা একজন ব্যক্তি ফোনে ধমক পেয়ে এসেও চলে যান। তাই ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তান প্রমাণিত। যেখানে হিন্দ জনসংখ্যা কম, সেখানে পুলিশ ও প্রশসন নিরাপত্তা দিতে ব্যর্থ। ধারা ১৬৩ লাগু করে জনপ্রিতিনিধি, বিরোধী দলনেতা, সেবা প্রতিষ্ঠানগুলিকে যেতে দেওয়া হচ্ছে না। ত্রাসের পরিবেশ বজার রয়েছে। মহিলাদের থ্রেট দেওয়া হচ্ছে।'

এদিকে, বুধবার রাতেই বজবজে প্রচুর বোমা তৈরির মশলা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটে মোটরবাইক। সকালের ঘটনার বদলা হিসেবে ব্যবহারের জন্য বোমা তৈরির উদ্দেশ্যেই এই মশলা নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তাদের আরও দাবি, ধৃতদের মধ্যে একজনের নাম নবীনচন্দ্র রায়। পুলিশের আরও দাবি, তিনি সক্রিয় আরএসএস ও বিজেপি কর্মী। রামবমীর সময় অশান্তির ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল।

এনিয়ে পুলিশের বিরুদ্ধে আরএসএস-কে কালিমালিপ্ত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসপি রাহুল গোস্বামীকে দিয়ে আরএসএস-কে কালিমালিপ্ত করা হয়েছে। বিস্ফোরক নিয়ে আসা হয়েছে নাকি। একটা কথা স্বীকার করেছে পুলিশ। কারা নিয়ে এসেছিল? রোহিঙ্গারা নিয়ে এসেছিল? পাকিস্তানপন্থীরা নিয়ে এসেছিল? সবটা জাতে এনআইএ তদন্ত দাবি করছি।' 

আরও পড়ুন

ইতিমধ্য়েই মহেশতলার ঘটনায় এনআইএ তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদন করেন তিনি। বিরোধী দলনেতার আইনজীবী দাবি করেন, 'মহেশতলার পরিস্থিতি ভয়াবহ। শত শত পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। পুলিশ তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কোনও সঠিক তদন্ত হয়নি। এনআইএকে জরুরি ভিত্তিতে তদন্ত করতে বলা উচিত।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement