Advertisement

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দ একলাফে বাড়ল ৫ গুণ, প্রাইভেট হাসপাতালেও

স্বাস্থ্যসাথী প্রকল্পে ভুয়ো বিল নিয়েও কড়া হচ্ছে সরকার। কোনও বেসরকারি হাসপাতাল টাকা পেয়েছে কি না তাতে নজরদারি চালাতে কড়া পদক্ষেপ করছে স্বাস্থ্য দফতর। প্রতিটি বেসরকারি হাসপাতালের বিলের ৩০ শতাংশের ‘র‍্যান্ডম অডিট’ হবে।

স্বাস্থ্যসাথীতে বরাদ্দ বাড়াল রাজ্য সরকারস্বাস্থ্যসাথীতে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2023,
  • अपडेटेड 10:14 AM IST
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে ভুয়ো বিল নিয়েও কড়া হচ্ছে সরকা
  • ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে ২৫ হাজার করা হয়েছে

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। প্যাকেজের আওতায় না-থাকা ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ (Swasthya Sathi Allocations) ৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারি হাসপাতালে এবার থেকে কার্ডিওলজি, অর্থোপেডিক ইমপ্ল্যান্টের জন্য যে অর্থ খরচ হয়, তাও এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে বিশেষ জোর দেওয়া হয়েছে জেলার চিকিৎসা ব্যবস্থাতেও।

স্বাস্থ্যসাথী প্রকল্পে ভুয়ো বিল নিয়েও কড়া হচ্ছে সরকার। কোনও বেসরকারি হাসপাতাল টাকা পেয়েছে কি না তাতে নজরদারি চালাতে কড়া পদক্ষেপ করছে স্বাস্থ্য দফতর। প্রতিটি বেসরকারি হাসপাতালের বিলের ৩০ শতাংশের ‘র‍্যান্ডম অডিট’ হবে। এর জন্য ২০০ জন চিকিৎসককে নিয়ে দল গড়া হয়েছে। কোনও গরমিল ধরা পড়লেই বিলের টাকা ফিরিয়ে দিতে হবে হাসপাতালকে। সমান অঙ্কের টাকা জরিমানা হিসেবে দিতে হবে।

আরও পড়ুন

একই সঙ্গে নির্দেশিকায় জানানো হয়েছে, বহরমপুর ও মালদা সদরের কোনও বেসরকারি হাসপাতাল অর্থোপেডিকের কোনও অস্ত্রোপচার করতে পারবে না। একমাত্র জরুরি হলে বা জেলা বা মহকুমা মেডিক্যাল কলেজ থেকে লিখে দেওয়া হলে তবেই অপারেশন করা যাবে।

Read more!
Advertisement
Advertisement