পুলিশ রাজ্যের শাসকদলের 'দলদাসে' পরিণত হয়েছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধীদের। এমনকী পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের তরফেও বিভিন্ন সময় অভিযোগ ওঠে। আর এইসবের মাঝেই পুলিশকে আইন অনুযায়ী চলার বার্তা দিতে শোনা গেল খোদ তৃণমূল বিধায়ককেই। বরানগরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশকে এই পরামর্শ দিলেন বিধায়ক তাপস রায় (Tapas Roy TMC MLA)।
তাপস রায় বলেন, "উর্দিধারীরা যেন আইন অনুযায়ী চলেন। যা আইন, সেই অনুযায়ী পদক্ষেপ করেন। দুষ্কৃতী দুষ্কৃতীই। তৃণমূল হোক বা না হোক। এদের কখনও রেয়াত করা হবে না।" তিনি আরও বলেন, "পুলিশের যে দোষ ত্রুটি নেই তা নয়, কিন্তু দেখুন, দু'জন সিপি চলে গেলেন, অজয় ঠাকুর ও সুপ্রতিম সরকার। আমি এই জন্য পুলিশকে বলছি, ক্লোজ় হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা। আপনারা আইন অনুযায়ী চলবেন। কারও কথায় চলবেন না। নিয়ম যা রয়েছে, আইন যা রয়েছে, সেই অনুযায়ী চলবেন।"
এখানেই শেষ নয়, পুলিশকে খোলা হাতে কাজ করতে দেওয়ার পক্ষেও সওয়াল করেন বরানগরের তৃণমূল বিধায়ক। তাপস রায় বলন, "পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হয়, না দিলে তো এই ধরনের ঘটনাগুলি ঘটে। এই ধরনের বেয়াদপি বরদাস্ত করা হবে না। যে যতই ঘনিষ্ঠ হোক, কাছের হোক, দলের হোক, তাঁকে কে অধিকার দিয়েছে এই ধরনের কাজ করার বা কাজে সমর্থন করার? খুবই দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।"
প্রসঙ্গত এর আগে টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, "আগে পুলিশের সোর্স থাকত, এখন সেসব উঠে গেছে। পুলিশ এখন পুরো ফোন নির্ভর, এটা ওল্ড মডেল। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, না হলে কিছু হবে না"। আর এবার পরোক্ষে প্রায় একই ধরণের কথা শোনা গেল তাপস রায়ের মুখে। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এক্ষেত্রে তৃণমূলেরই একের পর এক নেতার এই ধরনের বক্তব্য বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
আরও পড়ুন - ফের নিম্নচাপের ভ্রূকুটি, কোন জেলায় কেমন বৃষ্টি?