Advertisement

Taslima Nasrin : 'আজও মার খাচ্ছি', কবীর সুমন বিতর্কের মধ্যেই 'অভিযোগ' তসলিমার

নিজের জন্মদিনে কবীর সুমন বলেছিলেন, 'নারীরাই তাঁকে সমৃদ্ধ করেছে। ৭৫ বছর বয়সেও তিনি বিছানায় সমান সক্ষম।' সুমনের এই মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই গায়কের নিন্দা করেন। তসলিমা নাসরিনও সুমনকে আক্রমণ করেন।

তসলিমা নাসরিন তসলিমা নাসরিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2023,
  • अपडेटेड 11:39 AM IST
  • তিনি এখনও অত্যাচার সহ্য করছেন
  • আক্ষেপ করলেন তসলিমা নাসরিন

তিনি এখনও অত্যাচার সহ্য করছেন। আজও অনিশ্চয়তার জীবন-যাপন করতে হচ্ছে। এমনই গ্লানিভরা পোস্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন। কয়েকদিন আগেই গায়ক কবির সুমনকে নিশানা করে পোস্ট করেন তিনি। সুমনকে ভণ্ড বলে আক্রমণও করেন। এবার ফেসবুক পোস্টে একাধিক অভিযোগ করলেন তিনি। 

ফেসবুক পোস্টে লেখিকা জানান, তিনি আজও লড়াই করে যাচ্ছেন। যে সুখ-স্বাচ্ছন্দ্য তাঁর পাওয়ার কথা, সেই সব থেকে তিনি বঞ্চিত। এমনকী আজও লড়াই করে যাচ্ছেন। ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, 'যারা আমার সঙ্গে ইস্কুল কলেজে পড়েছে, বা যারা মেডিক্যালে পড়েছে, তারা বেজায় নিশ্চিন্তে, বেজায়   হৈ হল্লা করে, বেজায় ধন সম্পদ নিয়ে বিন্দাস  আছে। তাদের ঝলমলে হাস্যোজ্জ্বল ছবি দেখে প্রাণ জুড়োয়।' 

তসলিমা আরও লেখেন, 'যারা আমার সঙ্গে এককালে সাহিত্য করতে শুরু করেছিল, তারা আজ নানা পদক আর পুরস্কার  পাচ্ছে,  রাজকীয় সম্মান পাচ্ছে, আনন্দ উৎসবে মেতে আছে। তাদের ঝলমলে হাস্যোজ্জ্বল ছবি দেখে প্রাণ জুড়োয়। তাদেরই কলিগ আমি  পঁচিশ বছর বয়সীর মতো  আজও স্ট্রাগল করছি। সবারই বয়স হয়, অবস্থার  বিবর্তন হয়, আমারই হয় না কিছু।   আজও অনিশ্চয়তা আমার নিত্যসঙ্গী, আজও  অন্যায়, অত্যচারের বিরুদ্ধে চেঁচাচ্ছি, আজও মার খাচ্ছি, অপমান সইছি। আনন্দ উৎসব আমার জন্য নয়। বিন্দাস বেঁচে থাকা আমার জন্য নয়। আমার হয়তো এ-ই ভালো। নিশ্চয়তা হয়তো আমার সইতো না, অত সুখও হয়তো সইতো না।' 

আরও পড়ুন

নেটিজেনরা বলছেন, এই পোস্টের মাধ্যমে লেখিকা আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁর যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল তা তিনি পাননি- সেই ক্ষোভ ধরা পড়েছে লেখনীতে। 

প্রসঙ্গত,  নিজের জন্মদিনে কবীর সুমন বলেছিলেন, 'নারীরাই তাঁকে সমৃদ্ধ করেছে। ৭৫ বছর বয়সেও তিনি বিছানায় সমান সক্ষম।' সুমনের এই মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই গায়কের নিন্দা করেন। তসলিমা নাসরিনও সুমনকে লক্ষ্য করে লেখেন, 'এই সুমনকে আমি 'মুসলমান সুমন' বলি না, এই সুমনকে আমি 'হিপোক্রেট সুমন' বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন।  এই সুমন স্বার্থের জন্য  যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি  তাই করবেন।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement