আরও একবার বিরোধীদের হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার নিদান দিলেন। দিন কয়েক আগে তিনি হাঁটু ভাঙার দাওয়াই দিয়েছিলেন। সেনিয়ে সমালোচনা হলেও উদয়ন থামছেন না। বরং এবার তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ও।
শুক্রবার কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় মঞ্চে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের হুঁশিয়ারি,'বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে।' তাঁর সুরেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,'সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে।' তাঁর কথায়,"গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ভোট হবে। দলের প্রার্থীরা যেমন প্রার্থী দেবে, তেমনই বিরোধীরা যদি প্রার্থী দিতে চায় তাহলে তাদের সহযোগিতা করা হবে। কেউ যদি বোমা বন্দুক নিয়ে সন্ত্রাস করতে চায় তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের দাঁত সাঁড়াশি দিয়ে উপড়ে ফেলা হবে।
তিনি আরও বলেন,'আসন সংরক্ষণের যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বহু বুথে সংরক্ষণের গেরোয় বর্তমান পঞ্চায়েত সদস্যরা প্রার্থী হতে পারছেন না। সে সব না ভেবে দলের জন্য কাজ করুন। সাধারণ মানুষের জন্য কাজ করুন। দল যদি মনে করে যে কাউকে প্রার্থী করা দরকার,আসন সংরক্ষণের কারণে নিজের বুথে প্রার্থী হতে না পারলেও পরের বুথে তাঁকে প্রার্থী করা যেতে পারে।'
দিন কয়েক আগেও উদয়ন গুহর গলায় একই কথা শোনা গিয়েছিল। দিনহাটায় তিনি বলেছিলেন,'যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে বুঝতে হবে, বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে। সেই জন্য সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।'
আরও পড়ুন- টাটাকে কে তাড়িয়েছিল? সেই সময় যা যা ঘটেছিল...