Advertisement

Kali Controversy Mahua moitra-Suvendu Adhikari : 'ওঁর মন্তব্য ক্ষমার অযোগ্য', মহুয়াকে গ্রেফতারের দাবি শুভেন্দুর

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর 'কালী' মন্তব্য নিয়ে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানালেন তিনি।

শুভেন্দু অধিকারী ও মহুয়া অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2022,
  • अपडेटेड 1:49 PM IST
  • তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর 'কালী' মন্তব্য নিয়ে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • হুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানালেন তিনি। 

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর 'কালী' মন্তব্য নিয়ে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানালেন তিনি। 

এদিন সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন, গতকাল পশ্চিমবাংলার একজন একজন সাংসদ যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য যেভাবে আক্রমণ হয়েছে তাঁর রাজনৈতিক দল কী করল তা নিয়ে আমি মন্তব্য করব না। আমি বলব রাজ্যের পুলিশ, তাদের যদি সত্যিই অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে নূপুর শর্মাকে যেভাবে তাঁরা আইনগতভাবে নোটিশ পাঠাচ্ছেন সেভাবে পদক্ষেপ করতে হবে।' 

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'ইতিমধ্যে এই ইস্যুতে পশ্চিমবঙ্গে শয়ে শয়ে FIR শুরু হয়েছে। এবং FIR গুলো কার্যকর করতে হবে। আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ১০ দিন সময় দিলাম। ১১ দিনের দিন আমি মহামান্য আদালতের কাছে যাব পুলিশের বিরুদ্ধে। কারণ এক যাত্রার পৃথক ফল হতে পারে না। নূপুর শর্মার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা যা করছে, মহুয়া মৈত্রের ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত। কারণ তিনি যে কথা বলেছেন তা ক্ষমার অযোগ্য।'

আরও পড়ুন : 'কালী' পোস্টার বিতর্কে প্রযোজক লীনার পোস্ট সরাল টুইটার


কী বলেছিলেন মহুয়া মহুয়া মৈত্র

মহুয়া মৈত্র বলেছিলেন, 'ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা রকম মত রয়েছে। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন ঈশ্বরকে সকালের পুজোয় হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংসভোজী, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে আমরা পুজো করি।' তিনি আরও বলেন,'হিন্দু ধর্মে নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।'   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement