Advertisement

Saugata Roy : তন্দ্রাচ্ছন্ন সৌগত রায়, খাওয়ানো হচ্ছে রাইস টিউবে; কেমন আছেন TMC সাংসদ?

শারীরিক অবস্থার এখনও তেমন কোনও পরিবর্তন হয়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রয়েছে তন্দ্রাভাব। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান সাংসদ।

Saugata RoySaugata Roy
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 6:00 PM IST
  • শারীরিক অবস্থার এখনও তেমন কোনও পরিবর্তন হয়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
  • চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান সাংসদ

শারীরিক অবস্থার এখনও তেমন কোনও পরিবর্তন হয়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রয়েছে তন্দ্রাভাব। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান সাংসদ। 

গত রবিবার মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌগত রায়কে। তারপর থেকেই তাঁর মেডিকেল বুলেটিন দিচ্ছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়, বর্তমানে তন্দ্রাচ্ছন্ন রয়েছেন সাংসদ। তবে সাড়া দিতে পারছেন। জ্বর রয়েছে। রাইস টিউবে তাঁকে খাওয়ানো হচ্ছে। ইউরিনারি ক্যাথেটার ব্যবহার করা হচ্ছে। তরল বা গলা জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে।  

এছাড়াও তাঁর টাইপ-টু ডায়াবেটিস রয়েছে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ এবং সর্দি কাশির সমস্যায় ভুগছেন৷ কয়েক মাস আগেই তাঁর বুকে পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে। প্রস্রাবের সমস্যা রয়েছে। 

গত সপ্তাহের রবিবার হাসপাতালে ভর্তির পরই তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়। তবে সেদিন তাতে গুরুত্বপূর্ণ কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসক মনোজ সাহার তত্ত্বাবধানে রয়েছে তিনি। 

গত ৩০ এপ্রিল আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দিরের উদ্বোধনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। তখন তাঁকে রথতলার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পেসমেকার বসানো হয়েছিল। তারপর শারীরিক অবস্থার উন্নতি হয় তাঁর। প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়েছেন তিনি ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমবার অসুস্থ হন দিল্লিতে। সেই সময় লোকসভার অধিবেশন চলছিল। 

Read more!
Advertisement
Advertisement