Advertisement

TMC Meeting: আজ নেতাজি ইন্ডোরে TMC-র মেগা মিটিং, ব্যানারজুড়ে শুধুই মমতা

আজ তৃণমূলের রাজ্য সম্মেলন। । ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের নিয়ে এই সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য কনভেনশনের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব এদিন ইন্ডোরে আসছেন। সব মিলিয়ে ১৯ হাজারের বেশি প্রতিনিধি রাজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন বলেই জানা যাচ্ছে।

আজ তৃণমূলের রাজ্য সম্মেলনআজ তৃণমূলের রাজ্য সম্মেলন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 8:48 AM IST

আজ তৃণমূলের রাজ্য সম্মেলন। । ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের নিয়ে এই সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করতে চলেছেন দলনেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।  ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য কনভেনশনের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে  তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব এদিন  ইন্ডোরে আসছেন। সব মিলিয়ে ১৯ হাজারের বেশি প্রতিনিধি রাজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন বলেই জানা যাচ্ছে। তাই ইন্ডোরের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০টির বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।

 বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে গোটা শাসকদল। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনাও প্রবল। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি পৌঁছতে পারেন।  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ছাড়াও সভায় থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সঙ্গে রাজ্যের সব নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর এমনকী পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও। এছাড়াও আমন্ত্রিত  প্রায় ১৫ হাজার প্রতিনিধি। জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কংগ্রেস অফিসে নেত্রীর বক্তব্য সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব। সকাল ১১টায় প্রতিনিধি সম্মেলন শুরু হবে, দুপুরে  নেত্রীর বক্তব্য দিয়েই শেষ হবে। মূল লক্ষ্য, দূরের জেলা থেকে আসা প্রতিনিধিরা যাতে ওই দিনই বাড়ি ফিরে যেতে পারেন। বুধবার থেকেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কলকাতায় এসে  তৃণমূল ভবনে যোগাযোগ করে ডেলিগেট কার্ড সংগ্রহ করেছেন।

নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে তৃণমূলের সর্বস্তরের কর্মিসভায় এদিন মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রও। কিন্তু, মঞ্চের ব্যানারে দলের 'সেকন্ড ইন কমান্ডের' কোনও ছবি না থাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ২০২৩ সালের ২৩ নভেম্বর এই নেতাজি ইন্ডোরেই তৃণমূলের কর্মিসভা হয়েছিল। সেই কর্মিসভার মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই ছিল। সেবার চোখের অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল অনুষ্ঠানে ছিলেন না। কিন্তু, তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। যদিও পরবর্তীকালে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই তা নিয়ে কিছু নেতা বিতর্কের সৃষ্টি করেছিলেন। কিন্তু, সেই বিতর্কের অবসান হয়েছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ পুরোপুরি নিজের হাতে নিয়েছেন। এবারও মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মিসভা। ফলে, মনে করা হচ্ছে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনী বার্তা দেবেন, তেমন আগামিদিনে দল কীভাবে চলবে তার দিশাও দেখাতে পারেন। বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে পারে এবারের সভা থেকে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement