Advertisement

Mamata Banerjee: ED-র বিরুদ্ধে এবার FIR করলেন খোদ মমতা, দু'টি পৃথক অভিযোগ দায়ের

I-PAC অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান নিয়ে ২টি FIR দায়ের করা হল ED-র বিরুদ্ধে। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। কোন কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ দু'টি দায়ের করা হল? রইল বিস্তারিত...

মমতা বন্দ্যোপাধ্যায় FIR করলেন ED-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় FIR করলেন ED-র বিরুদ্ধে
তাপস সেনগুপ্ত
  • কলকাতা ,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • তল্লাশি অভিযান নিয়ে ২টি FIR দায়ের করা হল ED-র বিরুদ্ধে
  • একটি অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই
  • কোন কোন অভিযোগের ভিত্তিতে এই FIR?

I-PAC এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ED হানা নিয়ে তুলকালানম কাণ্ড বাংলায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে দায়ের হল ২টি FIR। এর মধ্যে কলকাতার শেক্সপিয়ার সরণী থানায় একটি FIR ব্যক্তিগত ভাবে দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রতীক জৈনের বাড়িতে ED অভিযানকে কেন্দ্র করে এই FIR দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের হওয়া অভিযোগ মূলত চুরি, বেআইনি প্রবেশ (ক্রিমিনাল ট্রেসপাস) এবং ইলেকট্রনিক প্রমাণ চুরির অভিযোগ আনা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই একই থানায় ED-র বিরুদ্ধে পৃথক একটি অভিযোগও দায়ের হয়েছে। সেটি অবশ্য পুলিশের সুয়ো মোটো। দ্বিতীয় FIR-এ সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। 

তবে উল্লেখযোগ্য বিষয়, দুই FIR-এই অভিযুক্ত হিসেবে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নাম বলা হয়েছে। কোনও নির্দিষ্ট ED আধিকারিকের নাম FIR কপিতে উল্লেখ নেই।

তৃণমূল কংগ্রেসের গোপন নথি হাতাতেই I-PAC-এর অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছে ED, এমনই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’করেছে  ED। তাঁর আরও দাবি, ED-র এই হানা ‘ক্রাইম’। রাজ্যে এখন SIR কাজ চলছে। সেই সংক্রান্ত তথ্যও ‘ট্রান্সফার’ করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এরপরই মুখ্যমন্ত্রী সেক্টর ফাইভে I-PAC-এর অফিসেই ডেকে নেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকে। সেখানে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়, ED-র বিরুদ্ধে FIR দায়ের করবে পুলিশ।নথি চুরির অভিযোগে এই FIR করা হয়েছে বলে খবর। I-PAC-এর অফিসে দীর্ঘক্ষণ বসে থাকেন মুখ্যমন্ত্রী। সেখানেই চলে একের পর এক বৈঠক। এরপরই মুখ্য়মন্ত্রী সিদ্ধান্ত নেন ED-র বিরুদ্ধে FIR করার। 

 

Read more!
Advertisement
Advertisement