Advertisement

Vidyasagar Setu : ফের টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্য়াসাগর সেতু, কবে-কোন বিকল্প রাস্তা ব্যবহার করবেন?

এই নিয়ে কলকাতা পুলিশের নগরপালের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2025,
  • अपडेटेड 9:44 PM IST
  • আগামী রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু
  • টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে

আগামী রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর 'স্টে' ও 'হোল্ডিং ডাউন' কেবল এবং 'বিয়ারিংস' প্রতিস্থাপন ও সংস্কারের জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানিয়েছে কলকাতা পুলিশ। এর আগেও কয়েকটি রবিবার হুগলি সেতু বন্ধ ছিল। 

এই নিয়ে কলকাতা পুলিশের নগরপালের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়কালে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকলে সাধারণ মানুষকে রাস্তায় নেমে যাতে বিপাকে পড়তে না হয়, সেজন্য বিকল্প রুটের কথাও জানানো হয়েছে পুলিশের তরফে। কলকাতা ও হাওড়ায় আসার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন এই সেতু ধরে যাওয়া আসা করতে হয়। তাদের যাতে অসুবিধে না হয় সেজন্য বিকল্প কোন পথের কথা বলা হয়েছে, সেগুলো দেখে নিন। 

সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা পূর্বমুখী যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের পথে যেতে হবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। এবং এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে আসা যানগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রশাসনিক সূত্রে খবর, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে মাসের ম‌ধ্যে  কাজ শেষ করা হবে। উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখেও বন্ধ ছিল বিদ্যাসগর সেতু। তখনও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল এই সেতুটি। বেশ কয়েকদিন ধরেই সেতুটির কাজ চলছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement