Advertisement

DA Hike West Bengal: রাজ্য সরকারের DA ৬% বাড়বে বাজেটে? পুরো বকেয়া মেটানোর দাবি কর্মচারীদের

West Bengal Budget: আসন্ন বাজেটে ডিএ নিয়ে সরকার সদর্থক কিছু ঘোষণা করতে পারে বলে সরকারি কর্মচারী মহলে জল্পনা ছড়িয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।

রাজ্য সরকারের DA ৬% বাড়বে বাজেটে? পুরো বকেয়া মেটানোর দাবি কর্মচারীদের রাজ্য সরকারের DA ৬% বাড়বে বাজেটে? পুরো বকেয়া মেটানোর দাবি কর্মচারীদের
সঞ্জয় পাত্র
  • কলকাতা,
  • 29 Jan 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • কেন্দ্রীয় সরকার কয়েক দফায় তার কর্মচারীদের জন্য ডিএ বাড়িয়েছে
  • অনুমোদন দেওয়া হয়েছে অষ্টম বেতন কমিশন গঠনের

West Bengal Budget: আসন্ন বাজেটে ডিএ নিয়ে সরকার সদর্থক কিছু ঘোষণা করতে পারে বলে সরকারি কর্মচারী মহলে জল্পনা ছড়িয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এ বারের বাজেট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য সরকারি কর্মচারীরা তাই বাজেট থেকে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণার আশায় রয়েছেন। নবান্ন সূত্রে খবর, আসন্ন বাজেটে কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে সরকার। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানো হতে পারে।

কেন্দ্রীয় সরকার কয়েক দফায় তার কর্মচারীদের জন্য ডিএ বাড়িয়েছে। সম্প্রতি, অনুমোদন দেওয়া হয়েছে অষ্টম বেতন কমিশন গঠনের। অনেক রাজ্য সরকারও তাদের কর্মীদের জন্য ডিএ বাড়িয়েছে। তবে বাংলায় ডিএ নিয়ে মোটেই সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১৪% হারে। তাঁরা বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দেওয়া ও নতুন বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। গত কয়েক বছর ধরেই এনিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে অন্তত ৩০টি সংগঠন আন্দোলন চালাচ্ছে। পাশাপাশি অন্য সংগঠনও রয়েছে। ডিএ নিয়ে মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।

সরকারি কর্মচারীদের ডিএ কত বাড়ানো হবে?

আরও পড়ুন

রাজ্যজুড়ে এই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। সূত্র জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৬ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে করা হতে পারে। সেক্ষেত্রে রাজ্য বাজেটের পরে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। যদিও পুরো বিষয়টি নিয়েই কানাঘুষো চলছে, মুখ্যমন্ত্রী এখনও কোনও ইঙ্গিত দেননি। যদিও, রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ বাজেটে ঘোষণার মাধ্যমে দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের কোর কমিটির সদস্য নির্ঝর কুণ্ডু বলেন,'রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক। সরকার এটা করতে বাধ্য। আর না হলে বাধ্য হবে, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার সেটা বুঝতেও পেরেছে। আমরা আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। অপেক্ষা করার একটা সীমা থাকে। আমরা বকেয়া ডিএ দিয়ে দিতে সরকারকে বাধ্য করাব। উনি ডিএ দেবেন কি দেবেন না, তা মুখ্যমন্ত্রীর সদিচ্ছার ওপরে নির্ভর করছে না। বকেয়া ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দিক।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement