Advertisement

West Bengal Municipal Election 2022 : বেনজির! বাথরুমে ঢুকে ভুয়ো ভোটার ধরেছেন, দাবি BJP প্রার্থীর

West Bengal Municipal Election 2022 : নির্বাচনের দিন সকাল থেকেই একের পর এক ঘটনা হয়ে চলেছে বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে। এদিন সকাল ভুয়ো ভোটারের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা। পরে ৩১ নম্বর ওয়ার্ডের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির বাথরুম থেকে ভুয়ো ভোটার ধরেছেন বলে দাবি করলেন বিজেপি প্রার্থী।

ভুয়ো ভোটারের অভিযোগ বিজেপি প্রার্থীরভুয়ো ভোটারের অভিযোগ বিজেপি প্রার্থীর
অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 12 Feb 2022,
  • अपडेटेड 12:20 PM IST
  • বাথরুমে ঢুকে ভুয়ো ভোটার ধরেছেন
  • দাবি BJP প্রার্থীর
  • জানুন বিস্তারিত তথ্য

West Bengal Municipal Election 2022 : নির্বাচনের দিন সকাল থেকেই একের পর এক ঘটনা হয়ে চলেছে বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে। এদিন সকাল ভুয়ো ভোটারের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা। পরে ৩১ নম্বর ওয়ার্ডের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির বাথরুম থেকে ভুয়ো ভোটার ধরেছেন বলে দাবি করলেন বিজেপি প্রার্থী। সেই সঙ্গে এক যুবককেও ধরেন তিনি।

একের পর এক অভিযোগ

৩১ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী দেবাশিষ জানা বলেন, "ভোটে আজ বহিরাগতদের দাপাদাপি, ভুয়ো ভোট দেওয়ার জন্য তারা সক্রিয়। অবৈধ ভোটার আইডি কার্ড বানিয়েছে। মুখের সঙ্গে কোনও মিল নেই। স্লিপ নিয়ে এসেছে ৮০ বছরের এক বৃদ্ধের। কিন্তু ভোটারের বয়স ২০। জিজ্ঞাসা করতেই পালিয়ে গেল। পুলিশ ও প্রিসাইডিং অফিসারকে বলেছি। "

আরও পড়ুন

কী দাবি বিজেপি প্রার্থীর

দেবাশিস জানা বলেন, " ৩১ নম্বর ওয়ার্ডের ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটির অফ টেকনোলজির বুথে সকাল থেকে ভুয়ো ভোটার দাঁড়িয়ে রয়েছে। প্রিসাইডিং অফিসার অন্ধের মতো বসে রয়েছেন। পুলিশ নিষ্ক্রিয়। আমরা বাথরুম থেকে ভুয়ো ভোটার ধরেছি। একজন পালিয়ে গেছে আর একজনকে ধরতে পেরেছি। ওকে যদি পুলিশ না নেয় তাহলে আমরা সরাসরি অনশন করব। পুলিশকে জানানো হয়েছে। কিন্তু এখনও পুলিশ আসেনি। আমি যা অভিযোগ করেছি, সেটা সম্পূর্ণ সত্য। গোটা ওয়ার্ডে এমন ভুয়ো ভোটার ভর্তি। প্রিসাইডিং অফিসার এর সঙ্গে জড়িত। এখানে ৭৩৮টা ভোটার। তার মধ্যে ২৩৯টা ভোট পড়ে গিয়েছে। ২৩৮টা ভুয়ো ভোট পড়েছে। এখানে স্লিপ দেওয়া হয়েছে। কোনও কিছু চেক করা হচ্ছে না।"

অভিযোগ অস্বীকার যুবকের

ভুয়ো ভোটার অভিযোগে যাঁকে ধরা হয়েছে তিনি বলেন, "আমি কোনও দল থেকে আসিনি। শৌচাগারে গেছিলাম। তখন আমাকে ধরা হল। আমি তাঁদের ডাকে সাড়া দিয়েছিলাম।" দেবাশিস জানার নির্বাচনী এজেন্ট শান্তনু চক্রবর্তী বলেন, "বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকি আমরা। তখন ৩-৪ জন পালিয়ে যায়। এক জনকে ধরা হয়। যাকে ধরা হয়েছে সে বিধাননগরের বাসিন্দা নয়। একবার বলছে নিউটাউন, একবার বলছে সুইমিং পুল এলাকার লোক। কিন্তু আমি ১৯৮২ সাল থেকে এখানে থাকি। এদের কখনও দেখিনি।"

Advertisement

Read more!
Advertisement
Advertisement