রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে নবান্নে হওয়া বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। আজ বিকেলে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অর্থসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা। সেই বৈঠকের নিট ফল জিরো বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'বৈঠকের নিট ফল জিরো। এই রাজ্যের মালকিন যেটা বলেন, ভৃত্যরা সেটাই বলেন। আমাদের দাবি শুনিয়েছি। সরকার বলেছে ফান্ডের সংস্থান হলে তবেই ডিএ দেওয়া হবে।'
ভাস্কর ঘোষ আরও বলেন, 'কেন্দ্রীয় প্রকল্পের টাকা বকেয়া নিয়ে সরকার বলেছে। আমরা বলেছি এর সঙ্গে কর্মচারীদের ডিএ-র সম্পর্ক নেই। স্থায়ী নিয়োগের বিষয়েও কোনও সদর্থক উত্তর দেয়নি সরকারপক্ষ।'