Advertisement

West Bengal SIR : 'BLO-রা কমিশনের মুখ', ভূয়সী প্রশংসা করে পাশে থাকার বার্তা নির্বাচন কমিশনের

১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার মনোজকুমার বলেন, 'বিএলওরা প্রচুর পরিশ্রম করছেন। ৪ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ২৪ তারিখ পর্যন্ত সাড়ে সাত কোটি বেশি মানুষের কাছে পৌঁছেছেন তাঁরা। ফর্ম দেওয়া হয়েছে। তাঁরাই হিরো। তারাই নির্বাচন কমিশনের মুখ।'

Manoj Kumar Agarwal Manoj Kumar Agarwal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 8:23 PM IST
  • নির্বাচন কমিশনের SIR-এর কাজে মুখ্য ভূমিকা পালন করছেন BLO-রা
  • বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

নির্বাচন কমিশনের SIR-এর কাজে মুখ্য ভূমিকা পালন করছেন BLO-রা। তাঁদের কাজে সন্তষ্ট কমিশন। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সোমবার SIR-এর কাজের আপডেট দিতে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই বলেন, 'BLO-রা অনেক চাপের মধ্যে কাজ করছেন। সেটা আমরা জানি। তাঁরাই আমাদের হিরো। ওঁরাই নির্বাচন কমিশনের মুখ।' 

১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার মনোজকুমার বলেন, 'BLO-দের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। ৪ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ২৪ তারিখ পর্যন্ত সাড়ে সাত কোটি বেশি মানুষের কাছে পৌঁছেছেন তাঁরা। ফর্ম দেওয়া হয়েছে। তাঁরাই হিরো। তারাই নির্বাচন কমিশনের মুখ।' 

বিভিন্ন জায়গায় কাজে নেমে সমস্যায় পড়ছেন BLO-রা। সেই অভিযোগ নিয়ে ওইন আধিকারিক জানান, নির্বাচন কমিশনের তরফে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। ইন্টারনেটের সমস্যা নিয়ে জানান, 'BLO-দের ওয়াইফাই হাব তৈরি করা হয়েছে। সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কথা হয়েছে। সিমলেস পরিষেবা দেওয়া হবে তাঁদের। হেল্প ডেস্ক কাজ করছে। জেলা প্রশাসনও উদ্য়োগ নিয়েছে। কাজে যাতে অসুবিধে না হয়, তা খতিয়ে দেখা হবে।' 

SIR-এর কাজ করতে গিয়ে অনেক BLO-র মৃত্যু হয়েছে। কেউ কেউ অসুস্থ হয়েছেন বলেও অভিযোগ। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোজকুমার জানান, 'কোনও কোনও BLO অসুস্থ হচ্ছেন। সেক্ষেত্রে জেলাশাসকরা সাহায্য করবেন। কেউ যদি SIR-এর কারণে মারা যান তাহলে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশ রিপোর্ট চাওয়া হয়েছে। আজই চারজন ডিএম তাঁদের রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। তারপরই সব দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে তাড়াহুড়ো করা হবে না।' 

BLO-রা যদি কাজের মাঝে অসুস্থ হয়ে পড়েন বা কাজ সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে কি তাঁদের শাস্তির আওতায় পড়তে হবে? উত্তরে ওই আধিকারিক জানান, কাজের মাঝে কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি অন্য কাউকে দায়িত্ব দিতেই পারেন। সেক্ষেত্রে ডিএম, ইআরও এবং ডিওদের দেখতে হবে। তাঁর কথায়, 'কোনও BLO অসুস্থ হলে বা মাঝপথে ছাড়লে সেক্ষেত্রে ডিএম, ইআরও, ডিওদের দেখতে হবে। আমাদের তরফ থেকে কোনও BLO নিয়োগ করা হয়নি। ইআরওরা করেছেন। প্রয়োজনে অন্য BLO দেওয়া যেতে পারে। ইআরও বদলাতে পারেন। তাঁর সেই অধিকার রয়েছে। বিএলও বদলানো যাবে না এটা ভুল তথ্য। বদলানো যেতেই পারে।'  

Advertisement

কোন কোন ক্ষেত্রে BLO-দের শাস্তি হতে পারে? তার উত্তরে মনোজকুমার জানান, 'বাংলায় কোনও বিএলওদের সাসপেন্ড করা হয়নি। উত্তরপ্রদেশে হয়েছে বলে শুনেছি। আজ কাগজে পড়েছি। BLO-দের ভয় করার দরকার নেই। তবে সঠিক সময়ে কাজ শেষ করা উচিত। ডিও, ইআরওরা কাজ করিয়ে নেবেন। কারও বিরুদ্ধে পদক্ষেপ খুব প্রয়োজন হলে তখনই নিতে হয়। কেউ যদি ইচ্ছাকৃত কাজ না করেন বা ওই ধরনের কাজ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাছাড়া নয়। তবে আমরা চাই না কোনও ব্যবস্থা কারও বিরুদ্ধে নেওয়া হোক।' 
 

Read more!
Advertisement
Advertisement