Advertisement

Justice Ganguly On Gandhi Family Assets: 'গান্ধীদের সম্পত্তির হিসাবও চাইতে পারি', পার্থ-মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

গ্রুপ সি, সহকারী শিক্ষক নিয়োগ থেকে শুরু করে স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই দুর্নীতিতে পার্থর যোগ রয়েছে বলেও মনে করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এসএসসি দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2022,
  • अपडेटेड 6:31 PM IST
  • পার্থ সম্পত্তির হিসাব চাইল হাইকোর্ট।
  • রাহুল গান্ধীর আয়ের উৎস কী?
  • জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় কার্যত  একের পর এক তোপ দেগে চলেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবার তাঁর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন। শুক্রবার ওই মামলায় পার্থকে 'পার্টি' করার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে এই মামলায় গান্ধী পরিবারকেও টেনে এনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

গ্রুপ সি, সহকারী শিক্ষক নিয়োগ থেকে শুরু করে স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই দুর্নীতিতে পার্থর যোগ রয়েছে বলেও মনে করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'উপদেষ্টা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি এবং আপ্ত সহায়ক ছিলেন। অথচ তিনি কিছু জানেন না এটা হতে পারে না।' এ দিন বিচারপতি একধাপ এগিয়ে বলেন,'তেমন পরিস্থিতি হলে পুরো গাঁধী পরিবারের সম্পত্তির হিসাবও চাইতে পারি। পার্থ চট্টোপাধ্যায় ও রাহুল গান্ধীর টাকার উৎস কী? কোথা থেকে টাকা আসে তাঁদের?'

এ দিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,'পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব পেশ করা হোক। তাঁর সারমেয়র জন্য কেনা ফ্ল্যাটের তথ্যও রয়েছে আমার কাছে। নাকতলায় একটা দ্বিতল ফ্ল্যাট আছে তাঁর। পূর্ণাঙ্গ তদন্ত হোক।'    

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ত্যাগের কথা যে তাঁর ব্যক্তিগত মত তা-ও স্পষ্ট করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'লালবাহাদুর শাস্ত্রী ৫৫ বছর আগে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অথচ বাংলা পারছে না। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো পার্থবাবু। রবিন দেব এবং দিলীপ ঘোষের ভাল বন্ধুও। সাহসে কুলোচ্ছে না?' পাশাপাশি তাঁর মন্তব্য,'আমি চাই, সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।'

Read more!
Advertisement
Advertisement